avertisements 2

সাতক্ষীরা সদর হাসপাতালে টিকিট সংগ্রহকারীই দাঁতের ডাক্তার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ জুন, বুধবার,২০২১ | আপডেট: ০৪:৪১ এএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

সাতক্ষীরা সদর হাসপাতালের দন্তবিভাগে চিকিৎসক হিসেবে দায়িত্বে আছেন ডা. নুরুল ইসলাম। অসুস্থতার কারণে সোমবার (১৪ জুন) তিনি হাসপাতালে আসেননি। তবে বন্ধ ছিল না তার চেম্বার, হয়েছে রোগী দেখা। ডাক্তারের দরজায় দাঁড়িয়ে টিকিট সংগ্রহকারী পিযুজ সেনই ওইদিন রোগী দেখে ব্যবস্থাপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। সমস্যার কথা জেনে সরকারি টিকিটে অ্যাডভাইস দিয়ে টিকিট সংগ্রহকারী পিযুজ ব্যবস্থাপত্র দিয়েছেন বলে অভিযোগ করেছেন রুপালী (৪৫) নামে এক রোগী (টিকিট নম্বর-৩১৮৪৪/৬৮)।

এদিকে খোদ সরকারি হাসপাতালে আসল ডাক্তারের চেম্বারে বসে ভুয়া ডাক্তারের রোগী দেখার এ ঘটনা ভাবিয়ে তুলেছে সেবা প্রত্যাশীদের।

জানা যায়, সোমবার দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এলে ডাক্তারের চেম্বারের সামনে টিকিট সংগ্রহকারী পিযুজ রোগীদের সমস্যার কথা শুনে ব্যবস্থাপত্র দিচ্ছিলেন। এরই একপর্যায়ে বিষয়টি বুঝতে পেরে হাসপাতালের ১১৪, ১১৬, ১১৭ ও ৯ নম্বরে থাকা দায়িত্বরত চিকিৎসকদের বিষয়টি জানান ভুক্তভোগী রোগী। ঘটনা জেনে ওই চিকিৎকসরা দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি সিভিল সার্জনকে জানানোর পরামর্শ দেন তারা। তাৎক্ষণিক সিভিল সার্জনকে বিষয়টি জানালে তিনি ঘটনা শুনে হতবাক হয়ে যান।

তিনি দ্রুত হাসপাতালের আবাসিক চিকিৎসককে (আরএমও) সেখানে পাঠানোর কথা জানান। তবে দীর্ঘসময় অপেক্ষার পরেও অভিযোগকারী আরএমও’র দেখা পাননি। তবে চলে আসার সময় সেখানে উপস্থিত হন দন্ত চিকিৎসক নুরুল ইসলাম।

তখন তিনি বলেন, ‘আমি অসুস্থ, তাই বাসায় ছিলাম। আমিই কমবেশি ছোটখাটো ঘটনায় পিযুজকে চিকিৎসা দিতে বলেছি।’

এ বিষয়ে রাতে সিভিল সার্জন ডা. মো. হুসাইন শাফায়াত বলেন, বিষয়টি আমি শুনেছি। আরএমওকে পাঠিয়েছিলাম। তিনিও ঘটনা শুনে আমাকে জানিয়েছেন। উক্ত চিকিৎসক অসুস্থ থাকায় টিকিট সংগ্রহকারীকে চেম্বার খুলে বসতে বললে, সে চিকিৎসা শুরু করে, এমনটি শুনেছি। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। যদি কোনও চিকিৎসক হাসাতালে না আসেন, তবে তার চেম্বার বন্ধ থাকবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2