কোটা আন্দোলন
খুলনায় বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্র, আহত অর্ধশত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,শনিবার,২০২৪ | আপডেট: ০৭:১৩ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র-জনতার গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজ শেষে দুপুর সাড়ে ৩টার দিকে নগরীর জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে।
এর আগে নগরীর শিববাড়ী মোড় থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে গল্লামারী যাওয়ার পথে সোনাডাঙ্গা থানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় দিকে রওনা দেয়। শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক পার হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধাওয়া-ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা পিছু হটে যায়।
শিক্ষার্থীরা জানায়, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বিনা উস্কানিতে বাধা ও টিয়ারশেল নিক্ষেপ করেছে।
এ বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তাজুল ইসলাম বলেন, ‘ছাত্ররা বেআইনিভাবে রাস্তায় নেমেছে। তাদের সরিয়ে দিতে গেলে তারা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ নিজেদের নিরাপত্তার জন্য টিয়ারগ্যাস নিক্ষেপ করে।’
বর্তমানে খুবির সামনে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে পুলিশ-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে রয়েছে।