খুলনায় থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ডা. ইউনুস খান তারিম আটক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ আগস্ট,শনিবার,২০২৩ | আপডেট: ১০:২৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি: সংগৃহীত
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জাড়িত থাকার অভিযোগে খুলনার থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মালিক ডা. ইউনুস খান তারিমকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শুক্রবার (১৮ আগস্ট) সকালে খুলনা থেকে আটকের পর ইউনুস খান তারিমকে ঢাকায় নেওয়া হয়েছে।
এ বিষয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইউনুস খান তারিমকে আটক করা হয়েছে। তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, ডা. ইউনুস খান তারিম মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে ১৬ বছর ধরে জড়িত। তিনি থ্রি ডক্টরস কোচিং সেন্টারের মাধ্যমে মেডিকেল কলেজে ভর্তির প্রশ্নপত্র ফাঁস করে কোটি কোটি টাকা আয় করেছেন।
এ বিষয়ে অনুসন্ধান শেষে পুলিশের প্রতিবেদনে বলা হয়, খুলনার এই কোচিং সেন্টার ভর্তি বাণিজ্যের মাধ্যমে মেধাহীন, অযোগ্য ছাত্র-ছাত্রীদের মেডিকেলে ভর্তির সুযোগ করে দিচ্ছে। এর মাধ্যমে জনপ্রতি ৩৫ থেকে ৪০ লাখ টাকা করে নিচ্ছে। এই ভর্তি বাণিজ্যের মাধ্যমে বছরে শতকোটি টাকার বেশি অবৈধ লেনদেন হচ্ছে। ফলাফল বিবরণীর তথ্য অনুযায়ী, যারা থ্রি ডক্টরসে কোচিং করেছেন, তারা অনেকেই এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ পায়নি। তবে, ভর্তি পরীক্ষায় ৭৩ করে নম্বর পেয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি সিআইডি প্রশ্নপত্র ফাঁস চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে সাতজন চিকিৎসক রয়েছেন। ডা. ইউনুস খান তারিমও এ চক্রের সঙ্গে সম্পৃক্ত।