প্লাস্টিক বর্জ্য সংগ্রহে বিদ্যানন্দের ‘রিকশা বিন’, বিনিময়ে মিলবে টাকাও
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ মার্চ,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:৪৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
ছবি বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজ থেকে নেওয়া
বিদ্যানন্দ ফাউন্ডেশন ‘রিকশা বিন’ নামে একটি প্রকল্প চালু করেছে, যেখানে রিকশাচালকদের প্লাস্টিক বর্জ্য জমা করার জন্য টাকা দেওয়া হবে।
গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিদ্যানন্দ ফাউন্ডেশনের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, প্রাথমিকভাবে ২০০ রিকশাচালককে প্রকল্পের আওতায় আনা হবে।
সংগঠনটির ফেসবুক পোস্টে বলা হয়, ‘রিকশা বিনের প্লাস্টিক জমা হচ্ছে ভাঙারির দোকানে। বিনিময়ে মিলছে অর্থ। হতে পারে সামান্য। কিন্তু দুর্মূল্যের বাজারের গরিবের কাছে এই এক টাকাই এখন লাখ টাকার সমান।’
ওই পোস্টে আরও বলা হয়, ‘প্রতিটি কাজেই খুঁত ধরাটা মানুষের জন্মগত স্বভাব। রিকশা বিন প্রজেক্টও তার ব্যতিক্রম নয়।’
এতে আরও বলা হয়, ‘আপাতত ২০০ রিকশাকে এই প্রজেক্টের আওতায় আনা হয়েছে। শুরুটা না হয় আমরা করলাম। বাকিটা করতে সবার সহযোগিতা দরকার।’
এর আগে, বিদ্যানন্দ ফাউন্ডেশন সেন্টমার্টিন দ্বীপকে পরিষ্কার করতে এবং প্লাস্টিক বর্জ্যের ঝুঁকি থেকে মুক্ত করতে একটি ‘প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর’ খুলেছিল। স্টোরের মাধ্যমে সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে চাল, ডাল ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দিচ্ছে বিদ্যানন্দ।
পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন প্রায় ১৭০০ টন প্লাস্টিক বর্জ্য তৈরি হয় এবং এর মাত্র অর্ধেক পুনর্ব্যবহার করা হয়।
বিশ্বব্যাংকের তথ্যমতে, ২০০৫ সালে প্রতিদিন শুধু ঢাকাতেই প্লাস্টিক বর্জ্য হতো ১৭৮ টন, যা ২০২০ সালে বেড়ে হয় ৬৪৬ টন। এর মধ্যে মাত্র ৩৭ শতাংশ পুনর্ব্যবহার করা হয়।