avertisements 2

শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের আরো ৩ ধাপ উন্নতি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ১২:১৩ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ফাইল ছবি।

বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় উন্নতি ঘটেছে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স’ -এর করা ২০২৩ সালের প্রথম সংস্করণের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশ যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে।

গতকাল মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের একটি সূচক প্রকাশ করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। কিছু দেশের অবস্থান যৌথ হওয়ায় এবার তারা মোট ১০৯ পর্যন্ত তালিকা করেছে।

এবার বাংলাশের পাসপোর্টের সঙ্গে একই অবস্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। হ্যানলির দেয়া তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ভ্রমণ করা যাবে ৪১টি দেশে। গত বছর পর্যন্ত বিনা ভিসায় ভ্রমণ করা যেত ৪০টি দেশে।

বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করে হ্যানলি অ্যান্ড পার্টনার্স। এবারের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০১তম স্থানে রয়েছে লিবিয়া ও কসোভো। একই অবস্থানে একাধিক দেশ থাকায় অবস্থানের তালিকা ১০৯টি।

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপ। ৬১তম অবস্থানে থাকা মালদ্বীপের নাগরিকরা ৮৯টি দেশে ভিসামুক্ত ভ্রমণ করতে পারেন। তালিকায় ভারত রয়েছে ৮৫তম অবস্থানে রয়েছে। ভারতীয়রা ৫৯টি দেশে ভিসা ছাড়া অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন। এছাড়া নেপাল ১০৩তম, পাকিস্তান ১০৬তম।  তালিকার সবার নিচে থাকা দেশ আফগানিস্তান। সূচকে তাদের অবস্থান ১০৯তম।

এ তালিকায় সবার ওপরে রয়েছে জাপানের পাসপোর্ট। দেশটির নাগরিকরা ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারেন ভিসা ছাড়া। আর দ্বিতীয় অবস্থানে যৌথভাবে রয়েছে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া। দেশদুটির নাগরিকরা ১৯২টি করে দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2