পুলিশ কর্মকর্তার দেহে করোনা, বন্ধ শ্রীলঙ্কায় পার্লামেন্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২২ পিএম, ২৭ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:১১ এএম, ১৬ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২৫

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ ঘোষণা করা হল শ্রীলঙ্কার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্ট চত্বরের ভিতরে একজন পুলিশ কর্মকর্তার দেহে করোনা শনাক্ত হওয়ার পর এ ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান সরকার।
দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পূর্ব সতর্কতা হিসেবে দু’দিনের জন্য পার্লামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে পার্লামেন্ট ভবনকে জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছেন পার্লামেন্টের সার্জেন্ট নরেন্দ্র ফার্নান্দো।
এদিকে, করোনা শনাক্ত হওয়া পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পৃক্ত সকলকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে ওই সকল কর্মকর্তা কর্মচারীদের দেহেও করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। তাদের পরীক্ষার ফল সোমবার দিনশেষে জানা যাওয়ার কথা।
শ্রীলঙ্কায় নতুন করে করোনা সংক্রমণের পর সোমবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫১ জন। বর্তমানে শ্রীলঙ্কায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮৭২। সেখানে মোট মৃতের সংখ্যা ১৬।