পুলিশ কর্মকর্তার দেহে করোনা, বন্ধ শ্রীলঙ্কায় পার্লামেন্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:২২ পিএম, ২৭ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:১২ পিএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ ঘোষণা করা হল শ্রীলঙ্কার পার্লামেন্ট। দেশটির পার্লামেন্ট চত্বরের ভিতরে একজন পুলিশ কর্মকর্তার দেহে করোনা শনাক্ত হওয়ার পর এ ঘোষণা দিয়েছে শ্রীলঙ্কান সরকার।
দেশটিতে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় পূর্ব সতর্কতা হিসেবে দু’দিনের জন্য পার্লামেন্ট বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময়ে পার্লামেন্ট ভবনকে জীবাণুমুক্ত করা হবে বলে জানিয়েছেন পার্লামেন্টের সার্জেন্ট নরেন্দ্র ফার্নান্দো।
এদিকে, করোনা শনাক্ত হওয়া পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পৃক্ত সকলকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে ওই সকল কর্মকর্তা কর্মচারীদের দেহেও করোনা ভাইরাস পরীক্ষা করা হয়েছে। তাদের পরীক্ষার ফল সোমবার দিনশেষে জানা যাওয়ার কথা।
শ্রীলঙ্কায় নতুন করে করোনা সংক্রমণের পর সোমবার সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৫১ জন। বর্তমানে শ্রীলঙ্কায় মোট আক্রান্তের সংখ্যা ৭৮৭২। সেখানে মোট মৃতের সংখ্যা ১৬।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
