ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয়ায় মুসলিম সাংবাদিক গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ জুন,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৯:৫৩ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ছবি সংগৃহীত
ভারতের দিল্লীতে ধর্মীয় অনুভূতিতে উসকানি দেয়ার অভিযোগে আটক অল্ট নিউজের সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবায়ের। ২০১৮ সালে টুইটারে পোস্ট করা একটি লেখাকে কেন্দ্র করে অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করেন দিল্লী পুলিশের বিশেষ সেল।
পুলিশের দাবি, টুইটারে প্রকাশ করা ছবিটির মাধ্যমে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে হেয় করেছিলেন জুবায়ের।
২০২০ সালের পুরনো এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোমবার দিল্লিতে ডেকে নেয়ার পর জুবায়েরকে গ্রেপ্তার করা হয়। তবে তাকে নতুন এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। টুইটার হ্যান্ডেল ‘@balajikijaiin’-এর এক অভিযোগের ভিত্তিতে এ মাসেই মামলাটি দায়ের করা হয়।
নতুন এই মামলায় অভিযোগ করা হয়েছে, জুবায়ের ‘একটি নির্দিষ্ট ধর্মের দেবতাকে ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য’ একটি ‘প্রশ্নবিদ্ধ’ ছবি টুইট করেছেন। তার এই টুইটটি ২০১৮ সালের মার্চ মাসে করা।
তবে অল্ট নিউজের আরেক অংশীদার প্রতিক সিনহার দাবি, কোন পূর্ব নোটিশ ছাড়াই জুবায়ের কে বেআইনীভাবে আটক করা হয়েছে। টুইটের মাধ্যমে তিনি আরও দাবি করেন, বারবার চাওয়ার পরও এফআইআর এর কপি হস্তান্তর করেনি পুলিশ।
এদিকে এ ঘটনার সমালোচনা করে টুইট করেন বিরোধীনেতা রাহুল গান্ধী ও আসাদউদ্দীন ওয়াইসি। তাদের দাবি, ফ্যাক্ট চেকিং ওয়েবসাইটটির মাধ্যমে বিভিন্ন ঘটনার সত্যতা বিশ্লেষন করায় দীর্ঘদিন থেকে সরকারের নজরদারিতে ছিলো অল্ট নিউজ।
প্রসঙ্গত, ২০১৭ সালে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে অল্ট নিউজে-এর যাত্রা শুরু হয়। এটি বিশ্বের প্রথম সারির ফ্যাক্ট-চেকিং আউটলেটগুলোর একটি। এর প্রতিষ্ঠাতারা বছরের পর বছর ধরে অনলাইন ট্রোলিং ও পুলিশি মামলার মুখোমুখি হচ্ছেন। বিশেষ করে ডানপন্থী গোষ্ঠীগুলোর আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন তারা।