চীনে কোনোভাবেই থামানো যাচ্ছে না করোনা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ এপ্রিল,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৬:৪৫ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
এদিকে, মহামারি শেষ পর্যায়ে থাকলেও করোনার ভয়াবহতা থেকে যুক্তরাষ্ট্র ও বিশ্ব এখনো ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি।
বিশ্বজুড়ে করোনার প্রকোপ অনেকটা কমে এলেও ওমিক্রনের দাপটে করোনার উৎপত্তিস্থল চীনে আবারও নাজুক অবস্থা দেখা দিয়েছে। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক শহর সাংহাইয়ে হুহু করেই বাড়ছে সংক্রমণ। কোভিড প্রতিরোধে আড়াই কোটি মানুষের শহরটি লকডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শহরটিতে গেল ২৪ ঘণ্টায় আরও ১১ হাজারের ও বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া মৃত্যু হয়েছে ৫২ জনের।
সাংহাইয়ে লকডাউনের কারণে করোনার সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে এলেও রাজধানী বেইজিংয়ে আবারও নতুন করে ৪৬ জন শনাক্ত হয়েছে। সংক্রমণ ঠেকাতে আবারও গণপরীক্ষার ওপর জোর দিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। বুধবারও করোনা পরীক্ষা করাতে বাসিন্দাদের দীর্ঘ লাইন দেখা যায়। তবে সংক্রমণের হার বাড়তে থাকলে আবারও লকডাউন জারি করা হতে পারে বলে জানিয়েছে গণমাধ্যম।
এদিকে, করোনা মহামারি অনেকটা কেটে গেলেও বিশ্ব এখনো করোনার ভয়াবহতা থেকে ঝুঁকিমুক্ত নয় বলে জানিয়েছে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি। একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংক্রমণ ও মৃতের হার কমে এলেও এটি এখন স্থায়ী রোগে পরিণত হচ্ছে। এ অবস্থায় সবাইকে বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।