avertisements 2

দেশছাড়া প্রেসিডেন্টের বিতর্কিত ভাতিজি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ এপ্রিল,শুক্রবার,২০২২ | আপডেট: ০৪:১৬ পিএম, ১০ মে,শুক্রবার,২০২৪

Text

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ভাতিজি সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপক্ষে দেশ ছেড়েছেন। বুধবার রাতে তিনি দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগ করেন। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত মাহিন্দা রাজাপক্ষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট থাকার সময় নিরুপমা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বিষয়ক উপমন্ত্রী ছিলেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত পার্লামেন্ট সদস্য ছিলেন তিনি।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের ভাতিজি সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপক্ষে দেশ ছেড়েছেন। বুধবার রাতে তিনি দুবাইয়ের উদ্দেশে দেশত্যাগ করেন। গত বছর বিশ্বের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের অর্থপাচারের যেসব নথি ফাঁস হয়, ‘প্যান্ডোরা পেপারস’ খ্যাত সেই নথিতে ছিল নিরুপমার নামও।

এদিকে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ থেকে কয়েকদিন আগে সরে দাঁড়ানো অজিত সাব্রালের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত। বৃহস্পতিবার আদালত অভিবাসন কর্তৃপক্ষকে এ আদেশ কার্যকরের নির্দেশনা দেন। শ্রীলঙ্কার বর্তমান অর্থনৈতিক সংকটের জন্য অজিতকে দায়ী করে তাঁর বিরুদ্ধে মামলা করেছেন এক অধিকারকর্মী। সেই মামলায় আগামী ১৮ এপ্রিল আদালতে হাজির হতে সাবেক গভর্নরকে নির্দেশ দিয়েছেন কলম্বোর একজন ম্যাজিস্ট্রেট।  

নতুন গভর্নরের দায়িত্ব গ্রহণ শ্রীলঙ্কার অর্থমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য বৃহস্পতিবার পর্যন্ত কাউকে পাওয়া না গেলেও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্ব গ্রহণের জন্য একজনকে পাওয়া গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক জ্যেষ্ঠ ডেপুটি গভর্নর নন্দলাল উইরাসিংহের এদিনই নতুন গভর্নরের দায়িত্ব বুঝে নেওয়ার কথা। শুক্রবার তিনি মুদ্রানীতি নিয়ে বৈঠকও করবেন বলে জানা গেছে।

জ্বালানিসংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূল্য, দিনে প্রায় ১৫ ঘণ্টার লোডশেডিংয়ে জেরবার শ্রীলঙ্কাবাসী প্রেসিডেন্ট গোতাবায়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে যাচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় তিনি মন্ত্রিসভা ভেঙে দিয়ে ঐক্যের সরকার গঠনের ডাক দিলেও বিরোধী দলগুলো তাতে সাড়া দেয়ইনি। উল্টো তাঁকে ছেড়ে গেছেন অনেক মিত্র। ফলে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্টের দল।

ঋণের জন্য চলতি মাসেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে বৈঠক করতে যাচ্ছে শ্রীলঙ্কা, অথচ এখন পর্যন্ত দেশটি নতুন অর্থমন্ত্রী নিয়োগ করতে পারেনি। তবে ঋণ পরিশোধের পরিকল্পনা প্রণয়নে তিন সদস্যের এক বিশেষজ্ঞ প্যানেল গঠন করেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। গত বুধবার প্যানেলটি গঠন করেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2