avertisements 2

সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মার্চ,শনিবার,২০২২ | আপডেট: ০৬:১৯ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

অবশেষে মন গললো পুতিনের। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানো অনুরোধ করা হচ্ছিল বিগত কদিন ধরেই, এবার সেই প্রস্তাবই মেনে নিল রাশিয়া। সাধারণ নাগরিকদের উদ্ধারকার্যের জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হল। ইউক্রেনে যুদ্ধবিরতি ঘোষণা করল পুতিনের দেশ।

জানা গিয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়া সাধারণ নাগরিকদের নিজেদের দেশে নিরাপদে ফেরাতেই এই ঘোষণা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার যুদ্ধবিরতি ঘোষণা করেছে যাতে কৌশলগত বন্দর শহর মারিউপোলসহ দুটি অবরুদ্ধ শহরের বাসিন্দারা অন্যত্র সরে যেতে পারেন।

শনিবার (০৫ মার্চ) বিষয়টি ‘মানবিক করিডোর’ হিসেবে বর্ণনা করে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে সামরিক অভিযান বন্ধ করছে রাশিয়া, যাতে করে দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) আজভ সমুদ্র তীরের শহর মারিওপোলের বাসিন্দারা নিরাপদে গন্তব্যে যেতে পারেন।

২০১৪ সাল থেকে ইউক্রেনীয় বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে শহরটি। ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা ডিপিআরের আরেক শহর ভলনোভাখাতেও মানবিক করিডোর স্থাপন করা হয়েছে। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, নাগরিকদের নিরাপদ প্রস্থানের পথ তৈরির বিষয়ে ইউক্রেনের সঙ্গে সম্মত হয়েছে রাশিয়া। গত বৃহস্পতিবার বেলারুশে দ্বিতীয় দফায় বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2