কোভিড সংক্রমণ ঠেকাতে আক্রান্তদের ধাতব বাক্সে বন্দি করছে চিন!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৯:২৮ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কিছুদিনের মধ্যেই শীতকালীন অলিম্পিকের আসর বসার কথা বেজিংয়ের। তার ঠিক আগেই চিনের কিছু শহরে ওমিক্রনের সংক্রমণ বাড়তে শুরু করেছে। সংক্রমণকে নাগালে রাখতে কোয়ারান্টাইন, বিচ্ছিন্নবাস, লকডাউন সব পন্থাই নিয়েছে তারা। তার পরেও বিতর্কিত সিদ্ধান্ত নিল চিন। কোভিড সংক্রমিত ব্যক্তিদের ধাতব বাক্সে বন্দি করে রাখা শুরু করেছে শি চিনফিং সরকার। নেটমাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিও।
কোভিড সংক্রমণ রুখতে তাদের নীতিতে বেশ কিছু পরিবর্তন এনেছে চিন সরকার। এই ধাতব বাক্সে কোয়ারান্টাইন সেই পরিবর্তনে নতুন সংযোজন। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, কোভিড সংক্রমিত ব্যক্তিদের বা তাঁদের সংস্পর্শে আসা সকলকে ধাতব বাক্সের মতো ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। সেখানে রয়েছে একটি খাট, জলের বোতল ও একটি শৌচাগার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, মধ্য চিনের শাংচি প্রদেশের জিআন শহরে খোলা হয়েছে এই কোয়ারান্টাইনের ক্যাম্প। সেখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, এমনকি, গর্ভবতী মহিলাদেরও অন্তত দু’সপ্তাহের জন্য জোর করে রাখা হচ্ছে বলে অভিযোগ। যা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে।
বাড়তে থাকা কোভিড সংক্রমণের দরুণ জিআন শহরের প্রায় দু’কোটি বাসিন্দাকে বাড়িতেই থাকতে বলা হয়েছে। খাবার কিনতে বাইরে বেরোনোর ক্ষেত্রেও নিষেধাজ্ঞা। তবে বিশ্বের বড়ো বড়ো শহরে যেখানে দৈনিক বিশাল সংখ্যায় মানুষ আক্রান্ত হচ্ছেন সেখানে চিনের এই শহরে মাত্র ১৩ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।
অন্যদিকে, মাত্র দু’জন ওমিক্রন সংক্রমিতের সন্ধান পাওয়ার পর চিনের আনিয়াং শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে। চিন সংক্রমণ রুখতে এতটাই কড়া অবস্থান নিয়েছে যে, কোনো বহুতলের এক জন বাসিন্দা সংক্রমিত হলেও ওই বহুতলের সকল বাসিন্দাদের কোয়ারান্টাইনে পাঠিয়ে দেওয়া হচ্ছে।