দক্ষিণ কোরিয়ায় বাড়িতে আগুন দিচ্ছে বিড়ালেরা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১১:২৮ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দক্ষিণ কোরিয়ায় কয়েক বছর ধরে ঘরে থাকা আদুরে বিড়ালগুলো বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের ওপর সতর্ক দৃষ্টি রাখতে বলা হচ্ছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। কারণ দেখা গেছে, গত তিন বছরে বাড়িঘরে সংঘটিত অগ্নিকাণ্ডের অন্তত শতাধিক জায়গায় ‘অবদান’ রেখেছিল আপাত নিরীহ দেখতে এই প্রাণীরা। খবর সিএনএনের।
অগ্নিকাণ্ডের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে পোষা বিড়াল সম্প্রতি সিউল মেট্রোপলিটন ফায়ার অ্যান্ড ডিজাস্টার ডিপার্টমেন্টের একটি বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ১০৭টি বাড়িতে আগুন লাগার পেছনে দায়ী এই পোষা প্রাণীটি।
তারা জানায়, অধিকাংশ ক্ষেত্রে বৈদ্যুতিক চুলার সুইচিংয়ের মাধ্যমে বিড়ালরা আগুনের সূত্রপাত করেছে। এই রকম চুলায় স্পর্শ-সংবেদনশীল বোতাম রয়েছে। এ ধরনের চুলায় সরাসরি আগুন দেখা না দিলেও অতিরিক্ত গরম হওয়ার পরে তাতে আগুন ধরে যেতে পারে। আর বাসায় থাকা বিড়ালগুলো লাফালাফি করতে গিয়ে সহজেই বৈদ্যুতিক চুলা চালু করে দিতে পারে।
বিড়ালের কৌতুহল ও অসাবধানতা ঘটাচ্ছে অগ্নিকাণ্ড এ বিভাগের একজন কর্মকর্তা চুং গয়ো-চুল বলেন, আমরা পোষা প্রাণী থাকা পরিবারগুলোকে অতিরিক্ত মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। কারণ বাড়িতে কেউ না থাকাবস্থায় বিড়ালের দ্বারা লাগানো এ ধরনের আগুন ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। এ অবস্থায় কীভাবে এই অগ্নিকাণ্ড রোধ করা যায় সে বিষয়েও নির্দেশনা দিয়েছে বিভাগ।
বিড়ালমালিকদের চুলার কাছ থেকে দাহ্য বস্তু যেমন কাগজ বা টিস্যুর তোয়ালে অপসারণের পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া আগুনের ঝুঁকি এড়াতে স্বয়ংক্রিয় লক ফাংশন সহ বৈদ্যুতিক চুলা ব্যবহার করারও পরামর্শ দেওয়া হয়।