জনপ্রিয় হচ্ছে ‘অজ্ঞাত গন্তব্যের’ ফ্লাইটের টিকিট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৪:২৩ এএম, ৯ জানুয়ারী,শুক্রবার,২০২৬
অদ্ভুত এবং অপ্রচলিত পদ্ধতিতে টিকিট বিক্রির চেষ্টায় সফল হয়েছে জাপানের কম খরচের এয়ারলাইনস পিচ এভিয়েশন লিমিটেড। নতুন ব্যাবসায়িক কৌশল হিসেবে অজ্ঞাত গন্তব্যে যাত্রার ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করে। ৪৪ ডলার মূল্যমানের এসব টিকিটের সবকটি ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। কিয়োদো নিউজ এ খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, টিকিটগুলো ভেন্ডিং মেশিনের মাধ্যমে বিক্রি করা হয়। টিকিট বিক্রির জন্য প্রথমে এই মেশিনটি স্থাপন করা হয় পশ্চিম জাপানের ওসাকা শহরে। এরপর একে একে টোকিও, নাগোয়া, ফুকুওকা শহরে বসানো হয় ভেন্ডিং মেশিন। ইতোমধ্যে ১১ হাজার ক্যাপসুল বিক্রি হয়ে গেছে।
১৭ ডিসেম্বর ২৩টি রুটে কানসাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসা ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয় এ পদ্ধতিতে। সংস্থাটি জানিয়েছে, কোভিডের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে ওঠা এবং ভ্রমণকারীদের মধ্যে উত্তেজনা ফিরিয়ে আনাই এ কৌশলের প্রধান লক্ষ্য ছিল।
সংস্থাটির প্রাথমিক লক্ষ্য ছিল ভ্রমণকারীরা যেন তাদের গন্তব্য লটারির মাধ্যমে বেঁচে নিতে পারেন। পাশাপাশি একটি অপ্রত্যাশিত পুরষ্কারেরও ব্যবস্থা ছিল।
একজন ভ্রমণকারী ৪৪ ডলার বা পাঁচ হাজার ইয়েন দিয়ে অজ্ঞাত গন্তব্যের একটি ট্রাভেল লট কিনতে পারবেন। যখন একজন যাত্রী একটি লট কিনবেন, তখন তাকে ৬ হাজার সমমূল্যের পয়েন্ট দেওয়া হবে। ভাগ্য ভালো থাকলে তিনি ১০ হাজার ইয়েন সমপরিমাণ পয়েন্টও পেয়ে যেতে পারেন। তারপর তিনি ভেন্ডিং মেশিনের বোতাম চাপ দিলে একটি ক্যাপসুল পাবেন, সেখানে লিখা থাকবে একটি শহরের নাম। যেখানে পিচ এয়ারলাইনসের ফ্লাইট যায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা





