ঘোড়ার খামারে বিয়ে বিল গেটস কন্যার!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০১:৩২ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের বিল গেটসের বড় মেয়ে জেনিফার গেটসের ঘোড়ার খামারে বিয়ে হতে যাচ্ছে। শনিবার (১৬ অক্টোবর) দীর্ঘদিনের বন্ধু মিশরের মুসলিম যুবক নায়েল নাসেরকে (৩০) বিয়ে করতে যাচ্ছেন ২৫ বছরের তরুণী জেনিফার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনিফা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বিল গেটসকন্যার বিয়ে যে, রাজকীয়ভাবেই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। ইতোমধ্যেই গেটস পরিবারের কর্মীরাও রাজকীয় এই বিয়ের তোড়জোড় শুরু করে দিয়েছেন। জেনিফারের পরিবারের কাছ থেকে পাওয়া নর্থ সালেমের ১২৪ একরের খামার সেজে উঠেছে উৎসবের সাজে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার কিছুদিন পরই ১৬ মিলিয়ন ডলারের ওই খামার বাড়ি বাবা-মায়ের কাছ থেকে উপহার পান জেনিফার। বিয়ের প্রাক্কালে বুধবার (১৩ অক্টোবর) মা মেলিন্ডা গেটসের সঙ্গে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি বিলাসবহুল হোটেলে পৌঁছেছেন জেনিফার। এ সময় জেনিফা পরেছিলেন সাদা লেসের গাউন ও হাতে ঝুলছিল ম্যানিং ব্যাগ। খবর পিপল ডট কম, বিজনেস ইনসাইডার।
নিজের এসইউভিতে চড়েই নায়েলও ওই দিন হোটেলে পৌঁছান। এ সময় তিনি পরেছিলেন জিন্স আর স্নিকার। তবে, বিল গেটসকে ওই হোটেলে আসতে দেখা যায়নি। রোববার (১০ অক্টোবর) ক্যার্লিফোনিয়ায় একটি ওপেন টেনিস টুর্নামেন্টের গ্যালারিতে তাকে দেখা যায়। এর আগে, দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যজীবনের ইতি টানেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা। সোমবার (৩ মে) দিনগত রাতে এক যৌথ টুইটার বার্তায় তারা এ বিচ্ছেদের ঘোষণা দেন।