বিশ্বে ক্ষুধার ক্রমতালিকায় ভারতের স্থান বাংলাদেশ, পাকিস্তান ও নেপালেরও তলায়
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ অক্টোবর,শুক্রবার,২০২১ | আপডেট: ১০:৪০ পিএম, ১৪ এপ্রিল,সোমবার,২০২৫

বিশ্বের হাঙ্গার ইনডেক্স-এ ভারত একশো একতম স্থান পেয়ে পিছিয়ে গেল বাংলাদেশ, পাকিস্তান এবং নেপালের থেকেও। আয়ারল্যান্ডের কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এবং জার্মানির ওয়েট হাঙ্গার হিফে এই সমীক্ষা চালিয়েছিল। প্রথম পাঁচটি স্থানের মধ্যে আছে চীন, ব্রাজিল এবং কুয়েত। দুহাজার কুড়ি সালে একশো সাতটি দেশের মধ্যে ভারত চুরানব্বইতম স্থান পেয়েছিল। কীভাবে পরিমাপ করা হয় এই ক্ষুধার ইনডেক্স? সমীক্ষকরা জানাচ্ছেন, দেশের অপুষ্টির হার, পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের দৈর্ঘ্য, শিশু মৃত্যুর হার প্রভৃতি বিষয় বিবেচ্য হয়। সমীক্ষাটি জানাচ্ছে, কোভিড চলাকালীন বাংলাদেশ, পাকিস্তান কিংবা নেপাল যেভাবে দেশের ক্ষুধার মোকাবিলা করেছে ভারত তা পারেনি বলেই তালিকায় তাদের নিচে নেমে আসা। কোভিডকালে ভারতে অপুষ্টির হার এত বেড়ে গিয়েছে যে তারা গ্লোবাল হাঙ্গার ইনডেক্স-এ পিছিয়ে পড়েছে। শিশুদের ক্ষেত্রে অপুষ্টি থাকায় তাদের স্বাভাবিক বাড়েও প্রতিবন্ধকতা এসেছে।
উৎসঃ মানবজমিন
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
