ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪৯ এএম, ২ অক্টোবর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৪:৩৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলার ঘটনা ঘটেছে। বুধবার উত্তর ইরাকে কুর্দিস্তান অঞ্চলে এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে কাছে কমপক্ষে ছয়টি রকেট আঘাত হানে। খবর সিএনএন’র।
বিমানবন্দরের সঙ্গে একটি সামরিক ঘাঁটিতে তিনটি রকেট হামলা হয়েছে বলে এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন। বাকি তিনটি রকেট হামলা হয় ঘাঁটির বাইরে।
অন্যান্য সময়ে ব্যবহৃত হওয়ার তুলনায় এবারের রকেটগুলো ছিল বেশ বড় বলে জানিয়েছে মার্কিন সূত্র। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।
নিনেভেহ প্রদেশের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হাশাদ আল শাব্বি নিয়ন্ত্রিত একটি গ্রাম থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে বলে দাবি করেছে কুর্দিস্তান কর্তৃপক্ষ।
ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বুধবার সন্ধ্যায় একটি সন্ত্রাসী গোষ্ঠী এরবিল প্রশাসনিক এলাকায় একাধিক রকেট হামলা চালিয়েছে। যে এলাকা থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে সেখানকার নিরাপত্তা কমান্ডারকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
কুর্দিস্তান অঞ্চলের প্রধানমন্ত্রী মাসরুর বারজানি এক টুইটবার্তায় লেখেন, আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টায় কোনও হামলাকে বরদাশত করবে না কুর্দিস্তান সরকার।
এ হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাদিমির সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানান।