আফগান শরণার্থীদের আশ্রয় নয়, সাফ জানিয়ে দিল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ আগস্ট,শুক্রবার,২০২১ | আপডেট: ০৫:১৮ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়েছে তালেবান। তারপর থেকে সে দেশের নাগরিকদের মধ্যে আফগানিস্তান ছাড়ার হিড়িক পড়েছে। এরই মধ্যে দেশত্যাগে ইচ্ছুক কিছু আফগান নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দিতে অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে তারা কোনও আফগান শরণার্থীকে আশ্রয় দেবে না। সাময়িকভাবে আফগানদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছিল আমেরিকা। সেই অনুরোধও ফিরিয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন জানান, আমেরিকার তরফে তাঁদের অনুরোধ করা হয়েছিল। কূটনৈতিক মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছিল। যুক্তরাষ্ট্র বলেছে, আমাদের দেশে তো বহু রোহিঙ্গা রেখেছি, এ ব্যাপারে যুক্তরাষ্ট্র আমাদের সাহায্যও করছে। তারা বলেছে, তাদের অনেক বন্ধু আফগানিস্তানে আছে, তারা তাদের অন্য দেশে সরাতে চায়। এটা খুব জরুরি ইস্যু। বাংলাদেশ যদি ওদের স্বল্পদিনের জন্য আশ্রয় দেয় তারা খুব খুশি হবে।’ কিন্তু মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়েই সঙ্কটের মধ্যে পড়েছে বাংলাদেশ। তাই আর কাউকে আশ্রয় দিতে পারবে না বলে সাফ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যদিও আফগান জনগণের মাধ্যমে তৈরি যেকোনো সরকারকে বাংলাদেশ স্বাগত জানাবেন বলেই জানিয়েছেন মোমিন।
জানা যায়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এমন প্রস্তাব পাঠায় যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রোববার (১৫ আগস্ট) রাতেই রাষ্ট্রদূতের মাধ্যমে জবাব পাঠায় ঢাকা। সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার একই প্রস্তাব নিয়ে আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। এ নিয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠকও করেন মিলার। সেখানে মিলারকে সচিব সাফ জানিয়ে দেন, বাংলাদেশের পক্ষে আর একটি লোককেও নেওয়া সম্ভব হবে না। এ প্রসঙ্গে ড. মোমেন বলেন, ‘আজ সকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এসেছিলেন। সচিবের সঙ্গে আলাপ করেছেন। ওনাকেও (রাষ্ট্রদূত) একই কথা বলে দেওয়া হয়েছে।’