মহাকাশচারী হিসেবে প্রথম মুসলিম নারী চাঁদে পা রাখছেন তিনি
মহাকাশচারী হিসেবে প্রথম মুসলিম নারী চাঁদে পা রাখছেন তিনি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ০৯:৪৯ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের বুকে পা রাখতে চলেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির দুই মহাকাশচারী এবার চাঁদের পিঠে হাঁটবেন বলে জানা গেছে।
জানা যায়, তাদের মধ্যে একজন হচ্ছেন ২৮ বছরের তরুণী মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নুরে আল মাত্রুশি। অন্যজন ৩২ বছর বয়সি মোহাম্মদ আলমুল্লাহ।
তাদের উদ্দেশ্য সফল হলে, চাঁদে অবতরণের পর পরই অনন্য এক রেকর্ডে নাম লেখাবেন নুরে আল মাত্রুশি। আরববিশ্বের প্রথম নারী হিসেবে চাঁদের বুকে হাঁটার সৌভাগ্য হবে তার।
অবশ্য, চাঁদের উদ্দেশ্যে মহাকাশযানে উঠলেই ইতিহাসের পাতায় নাম লিখবেন নোরা। কারণ এটি হতে যাচ্ছে কোনো আরব মুসলিম নারীর প্রথম মহাকাশ ভ্রমণ।
এক বিবৃতিতে আরব আমিরাতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, প্রায় সবরকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শিগগিরই দুই মহাকাশচারী নোরা ও আলমুল্লাহকে দুই বছরের প্রশিক্ষণ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার জনসন স্পেস সেন্টারে পাঠানো হবে।
নিজের মহাকাশ যাত্রার বিষয়টি নিয়ে খুবই উচ্ছ্বসিত নুরে আল মাত্রুশি। তিনি জানান, ছোটবেলায় কাগজ আর কার্ডবোর্ডের বাক্স দিয়ে মহাকাশযান বানাতাম। আর স্বপ্ন দেখতাম সেই মহাকাশযানে চেপে মহাকাশে যাওয়ার। চাঁদে যাচ্ছি-এমন অনেক খেলা খেলতাম। আমার মাকেও বলতাম। এখন সত্যি সত্যিই যাচ্ছি। আগামী সেপ্টেম্বরে যাবো নাসার জনসন স্পেস সেন্টারে। সেখানেই শুরু হবে টানা ২ বছরের প্রশিক্ষণ। চাঁদ অথবা আন্তর্জাতিক মহাকাশে স্টেশনে শেষ পর্যন্ত যেতে পারলে আমার অন্তরে লুকিয়ে থাকা শিশুটিই বোধহয় সবচেয়ে বেশি খুশি হবে।