বৃষ্টি আশীর্বাদে বাঁচল তুরস্ক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ আগস্ট,মঙ্গলবার,২০২১ | আপডেট: ০৫:১৩ পিএম, ৮ আগস্ট,শুক্রবার,২০২৫

গত ১০ দিন ধরে দাবানলের আগুনে পুড়ছিল তুরস্ক। কিন্তু হঠাৎই দেশটিকে বাঁচিয়ে দিচ্ছে আশীর্বাদ হয়ে আসা বৃষ্টি। শনিবার দেশটিতে নেমে আসা ভারি বর্ষণে আগুনের ভয়াবহতা থেকে আপাতত রেহাই পেয়েছে তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অধিবাসীরা। এএফপি।
এর আগে দাবানল থেকে সৃষ্ট আগুন নেভাতে সচেষ্ট ছিল দেশটির দমকল বাহিনী। দেশটিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে প্রতিবেশী ইরান, আজারবাইজান, ইউক্রেন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন। তুরস্কের ৮১ প্রদেশের ৪৭টিতেই ২০০ দাবানলের আগুন ছড়িয়েছিল।