বিয়ের আনন্দে গুলি ছুঁড়ে বর পক্ষের প্রবেশ, বিয়ে ভাঙ্গলেন কনে
বিয়ের আনন্দে গুলি ছুঁড়ে বর পক্ষের প্রবেশ, বিয়ে ভাঙ্গলেন কনে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ আগস্ট,শনিবার,২০২১ | আপডেট: ১০:৫১ এএম, ২২ জুলাই,মঙ্গলবার,২০২৫

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বরপক্ষের আগমনের অপেক্ষায় প্রহর গুনছেন কনের বাড়ির মানুষ। অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের আনন্দ প্রকাশে ফিল্মি স্টাইলে গুলি ছুঁড়তে ছুঁড়তে বিয়ে বাড়িতে ঢুকলেন বরপক্ষ। তাদের ছোঁড়া একটা গুলি গিয়ে লাগল কনের চাচার গায়ে। বরপক্ষের ছোঁড়া গুলিতে চাচাকে এভাবে আহত হতে দেখে বিয়ে ভেঙে দিলেন ২২ বছর বয়সী কনে।
শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের হরিয়ানা প্রদেশে স্থানীয় সময় বুধবার রাতে ইরাম নামে ওই তরুণীর সাথে শাহজাদ নামে এক যুবকের বিয়ের আসরে ওই ঘটনা ঘটে।
বিয়ে ভেঙে দেওয়ার পর ইরাম জানান, আমি কীভাবে তাকে বিয়ে করব? তার পরিবার যদি আমার পুরো পরিবারের সামনে এমন কাণ্ড ঘটায়, তাহলে বিয়ের পর আমি যখন একা তাদের সাথে থাকব, তখন কী কাণ্ড ঘটাবে তারা?
এদিকে, ওই তরুণী বিয়ে ভেঙে দেওয়ার পর মেয়েটির পরিবার বরের গাড়ি ভাঙচুর করেন। বরপক্ষের লোকজনকে কিছুক্ষণ আটকে রাখেন তারা।পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে, গুলির ঘটনায় মেয়েটির পরিবার একটি এফআরআই দায়ের করেছে। মেয়েটির চাচা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
বিয়ে বাড়ির ভিডিও ফুটেজ দেখে ওই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বর শাহজাদ আর তার দুই ভাইকে আটক করা হয়েছে।
ভারতের ওই অঞ্চলে বিয়ে বাড়িতে আনন্দ প্রকাশে গুলির ঘটনা বিরল নয়। এমনকি এভাবে গুলি ছুঁড়ে আনন্দ উদযাপন করতে গিয়ে হতাহতের ঘটনাও ঘটে। তবে এই প্রথম কোনো কনে এই ইস্যুতে বিয়ে ভেঙে দিয়েছেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

তিব্বতে বৃহত্তম বাঁধ নির্মাণ প্রকল্প উদ্বোধন চীনের, উদ্বিগ্ন ভারত ও বাংলাদেশ

ভারতে এক নারীকে বিয়ে করলেন দুই ভাই, খুশি নববধূও

সৌদি আরবের ‘ঘুমন্ত প্রিন্স’ আল-ওয়ালিদ মারা গেছেন

সমুদ্র উপকূলে নিষেধাজ্ঞা: গাজাবাসীর শেষ আশ্রয় কেড়ে নিল ইসরায়েল
