avertisements 2

২০ টাকার চামচ নিলামে বিক্রি হল আড়াই লাখে!

২০ টাকার চামচ নিলামে বিক্রি হল আড়াই লাখে!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ আগস্ট,রবিবার,২০২১ | আপডেট: ০৪:৫০ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

জহরী যেমন মুক্তা চেনে ঠিক তেমনি সাধারণ একটা চামচ, চাপ লেগে কিছুটা বেঁকে গেছে। বিভিন্ন দোকানে ঘোরাঘুরি করতে গিয়ে ওই চামচে চোখ আটকে যায় এক ব্যক্তির। সঙ্গে সঙ্গে মাত্র ২০ পেন্স (বাংলাদেশি মুদ্রায় ২০ টাকার বেশি) দিয়ে কিনে নেন সেটা। পরে নিলামে সেই চামচই বিক্রি করেন ২ হাজার ৩৭৫ পাউন্ডে (বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৮০ হাজার টাকার বেশি)।

গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, যুক্তরাজ্যের লন্ডনে ঘরের বিভিন্ন জিনিসপত্র কেনাবেচার জন্য কার বুট সেলস খুব জনপ্রিয় বাজার। ওই রকম একটি বাজার থেকে চামচটি কেনেন তিনি। দেখেই বোঝেন সাধারণ আর দশটা চামচের চেয়ে ওই চামচটি ভিন্ন। 

তাই বাড়ি ফিরে সমারসেটের লরেন্স নিলাম কোম্পানিতে ফোন দেন তিনি। ওই কোম্পানির  বিশেষজ্ঞরা চামচটি পরীক্ষা করে জানান, চামচটি ত্রয়োদশ শতাব্দীর চামচ। চামচটির নিলামে শুরুর দাম  রাখা হয় ৫০০ পাউন্ড। শেষমেষ ২ হাজার ৩৭৫ পাউন্ডে বিক্রি হয় চামচটি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2