যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত ৭০ লাখ ছাড়ালো
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:০০ পিএম, ২৫ সেপ্টেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ১১:২২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। বৃহস্পতিবার গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ঘোষণার পর দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এই মাইলফলক অতিক্রম করেছে। বিশ্বের মোট আক্রান্তের ২০ শতাংশের বেশি যুক্তরাষ্ট্রেই। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের সংগৃহীত পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
করোনা মহামারিতে ২ লাখ মৃত্যুর রেকর্ড অতিক্রমের পর আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ছাড়ালো। যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে ৭০০ জনের বেশি মানুষের মৃত্যু হচ্ছে।
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ক্যালিফোর্নিয়ায়। এই অঙ্গরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৮ লাখের বেশি। এরপরে সর্বোচ্চ আক্রান্তের রয়েছে টেক্সাস, ফ্লোরিডা ও নিউ ইয়র্ক।
গত চার সপ্তাহে ওহাইয়ো বাদে মধ্য-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে আক্রান্তের সংখ্যা বেড়েছে। শীর্ষে রয়েছে সাউথ ডাকোটা ও নর্থ ডাকোটা। সাউথ ডাকোটার নতুন সংক্রমিতরা একটি মোটরসাইকেল র্যালির সঙ্গে সম্পর্কিত। বার্ষিক এই আয়োজনে কয়েক হাজার মানুষ জড়ো হয়েছিলেন।
রয়টার্সের বিশ্লেষণ অনুসারে, সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের ৫০টির মধ্যে অর্ধেক অঙ্গরাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে। দশটি অঙ্গরাজ্যে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছে এই সপ্তাহে। টানা আট সপ্তাহ সংক্রমিতের সংখ্যা নিম্নগামী থাকার পর গত সপ্তাহে তা ঊর্ধ্বগামী হয়েছে।