প্রিন্সেস ডায়ানার গাড়ি বিক্রি হলো নিলামে
প্রিন্সেস ডায়ানার গাড়ি বিক্রি হলো নিলামে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুলাই,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৮:২০ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

নিলামে বিক্রি হয়েছে ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়ানার ব্যবহার করা একটি ফোর্ড এসকর্ট গাড়ি। দক্ষিণ আমেরিকার একটি জাদুঘর গাড়িটি ৫২ হাজার ৬৪০ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ৬১ লাখেরও বেশি টাকা) দিয়ে গাড়িটি কিনে নিয়েছে।
জানা যায়, ১৯৮১ সালের মে মাসে সিলভার রংয়ের গাড়িটি প্রিন্সেস ডায়ানাকে এনগেজমেন্টের উপহার হিসেবে দিয়েছিলেন প্রিন্স চার্লস। এর ২ মাসের মাথায় সেন্ট পল ক্যাথেড্রালে তাদের ঐতিহাসিক বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এরপর ১৯৮২ সালে ছয় হাজার পাউন্ডে গাড়িটি কিনে নেন একজন অ্যান্টিক ডিলার।
গাড়িটির নিনাল প্রসঙ্গে সাউথইস্ট ইংল্যান্ডের রিমান ড্যানসি অকশন হাউজের লুইস রাবেট জানান, টেলিফোনে নিলামে অংশ নিয়ে গাড়িটি কিনে নিয়েছেন দক্ষিণ আমেরিকার একটি জাদুঘর। গাড়িটি এখন সেখানে পাঠানো হবে। প্রাক-নিলামেই গাড়িটি নিয়ে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে।
বিবিসি জানায়, গাড়িটিতে এখনও অরিজিনাল ব্রিটিশ নিবন্ধন নম্বর ‘ডব্লিউইভি ২৯৭ডব্লিউ’ লাগানো রয়েছে। এছাড়া গাড়িটির মিটারে এটি ৮৩ হাজার মাইল চলেছে তাও দেখা যাচ্ছে। আশা করা হচ্ছিলো নিলামে এটি ৩০ থেকে ৪০ হাজার পাউন্ডে বিক্রি হতে পারে।
১৯৯৭ সালের আগস্টে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় ৩৬ বছর বয়সে নিহত হন প্রিন্সেস ডায়ানা। আগামী বৃহস্পতিবার তার ৬০তম জন্মদিনে লন্ডনে তার
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
