রাতের আঁধারে ৮০০ কেজি গোবর চুরি, তদন্তে নামল পুলিশ!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৫:৩৫ এএম, ১২ জানুয়ারী,সোমবার,২০২৬
হিরে নয়, সোনা নয়, চুরি হয়েছে গোবর। তাও আবার ৮০০ কেজি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতের ছত্তীসগড়ের কোবরা জেলার ধুরেনা গ্রামের এ ঘটনা রীতিমতো চাঞ্চল্য তৈরি করেছে। পুলিশ জানিয়েছে, চলতি মাসে ৮ জুন এই ঘটনা ঘটেছে। ইতোমধ্যে জোরকদমে তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ বাহিনী।
পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে গোবর চুরির অভিযোগ নিয়ে থানায় এসে এফআইআর দায়ের করেন কামহান সিং কানোয়ার নামের এক গ্রামবাসী। গ্রামের গৌথান-সমিতির প্রধান তিনি। তিনি দাবি করেন, তাঁর ৮০০ কেজি গোবর চুরি হয়েছে, যার বাজারমূল্য ১৬০০ টাকা।
প্রসঙ্গত, সম্প্রতি ছত্তীসগড় সরকার গোবরের দর বেঁধে দিয়েছে, ২ টাকা প্রতি কেজি হিসেবে। রাজ্যের ‘গোধন ন্যায় যোজনা’র আওতায় এই দর ঠিক হয়েছে। এই প্রকল্পে গ্রামে গ্রামে গৌথান সমিতি তৈরি করে, গোবর থেকে বিপুল পরিমাণে জৈবসার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই লকডাউনে যাঁরা গরু-মোষ নিয়ে বের হতে পারছেন না, তাঁরাই এই সমিতি গড়ে ঘরে থাকা গবাদি পশুর বর্জ্য কাজে লাগাচ্ছেন এভাবে। সেরকমই একটি সমিতিতে জড়ো করা ছিল ৮০০ কেজি গোবর, যা চুরি যাওয়ার অভিযোগ দায়ের হয়েছে থানায়।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর
‘আমরা আমেরিকান হতে চাই না’: হুমকির জবাবে গ্রিনল্যান্ডের রাজনীতিকরা
ইরানে হামলার ব্যাপারে গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প
মার্কিন চাপে ‘বিপুল সংখ্যক’ রাজনৈতিক বন্দি মুক্তি শুরু করলো ভেনেজুয়েলা





