যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যেতে নিষেধ করলেনঃ কমলা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন,
বুধবার,২০২১ | আপডেট: ০৮:৪০ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রত্যাশা রয়েছে বহু মানুষের। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ না করার ব্যাপারে তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার বিদেশ সফরে গেছেন কমলা। গুয়েতেমালা সফরে গিয়ে অভিবাসন প্রত্যাশীদের প্রতি এ আহ্বান জানান তিনি।
জানা গেছে, গত সোমবার গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই-এর সঙ্গে যৌথভাবে সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা।
কমলা হ্যারিস বলেছেন, গুয়েতেমালা, এলসালভাদর ও হন্ডুরাসের জনগণকে যুক্তরাষ্ট্রমুখী হওয়া থেকে বিরত রাখাটা দরকার। সীমান্ত সুরক্ষিত রাখার ব্যাপারে আইন প্রয়োগ করা হবে। অবৈধভাবে কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে সীমান্ত থেকে ফিরিয়ে দেওয়া হবে। আপনারা এভাবে আসবেন না।
সূত্র: বিবিসি