avertisements 2

রাস্তায় চড় খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুন, বুধবার,২০২১ | আপডেট: ০৭:২৯ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

রাস্তায় বেরিয়ে প্রকাশ্যে চড়-থাপ্পড় খেয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সে সরকারি সফরে গেলে একটি বেড়ার দিকে যাওয়ার সময় এক ব্যক্তি এসে তার মুখে কষিয়ে থাপ্পড় দেন।

জানা যায়, মঙ্গলবার দক্ষিণপূর্বাঞ্চলীয় ফ্রান্সের ড্রোম অঞ্চলে সরকারি সফরকালে জনতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ব্যারিকেডের কাছে যান ফরাসি প্রেসিডেন্ট।

এসময় ব্যারিকেডের উল্টো দিক থেকে এক যুবক হাত বাড়িয়ে আচমকা প্রেসিডেন্টের গালে থাপ্পড় মেরে বসেন। সঙ্গে সঙ্গেই নিরাপত্তা সদস্যরা ম্যাক্রোঁকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেন এবং থাপ্পড় মারা যুবককে আটক করেন। তবে তারপরও মাক্রোঁ সেখানে কয়েক সেকেণ্ড ছিলেন।

ঐ ঘটনার আগে করোনার পর মানুষ কীভাবে স্বাভাবিক জীবনে ফিরছে তা জানতে রেস্টুরেন্ট কর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন মাক্রোঁ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2