avertisements 2

মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ মে,সোমবার,২০২১ | আপডেট: ০৮:৩৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

করোনা মহামারীতে চরম ভয়াবহতার সম্মুখীন হয়েছিল ব্রাজিল। মৃত্যুর নিরিখে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে সে দেশ। এখনও ব্রাজিলের কিছু প্রদেশে জারি রয়েছে নিষেধাজ্ঞা। এবার সেই করোনাবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠলো খোদ ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে। গেল শুক্রবার (২১ মে) ব্রাজিলের মারানহাও রাজ্যে একটি সভা করেন বোলসোনারো। নিয়ম অনুযায়ী ১০০ জনের বেশি মানুষের সভা করা যাবে না। আর সভা করার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক না পড়ার কারনে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলার শুনানির পর জরিমানাও গুনতে হবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর ফ্লাভিও দিনো। খবর আল জাজিরার।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আইন সবার জন্য সমান।’ তবে এই মামলার বিরুদ্ধে প্রেসিডেন্ট অফিস ১৫ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। আপিলের পরই মূলত নির্ধারিত হবে বোলসোনারোকে ঠিক কি পরিমাণ জরিমানা করা হবে। অবশ্য এই বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ব্রাজিলের মারানহাও প্রদেশে করোনা অতিসংক্রামক ভারতীয় ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। ১০০ জনের বেশি জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেখানে। মাস্ক পরাও বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু নিজের অনুষ্ঠানে একটি নিয়মও মানেননি প্রেসিডেন্ট। উলটে ওই প্রদেশের গর্ভনরকে ‘একনায়ক’ বলে কটাক্ষ করেছেন।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৭০‌ লাখ ২৯ হাজার ৮৯২ জন। করোনায় মারা গেছেন ৩৪ লাখ ৬৮ হাজার ৪৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ কোটি ৭৯ লাখ ৪৪ হাজার ৩০৮ জন।এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৯৫৪ জন। আর মৃত্যু হয়েছে ৬ লাখ ৩ হাজার ৮৬৬ জন। তারপরেই আছে ব্রাজিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2