‘করোনায় অক্সিজেনের অভাবে মৃত্যু গণহত্যার চেয়ে কম নয়’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ মে,
বুধবার,২০২১ | আপডেট: ০২:২৬ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

অক্সিজেনের অভাবে করোনা রোগীর মৃত্যুকে অপরাধমূলক কাজ এবং একটি গণহত্যার চেয়ে কম নয় বলে রায় দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশের একটি আদালত। মঙ্গলবার (৪ মে) রাজ্যে কোভিড-১৯ সংকট সংক্রান্ত এক মামলার শুনানিতে এ রায় দেন আদালতের দ্বি-বিচারপতি বেঞ্চ। এ খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, ভারতে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যের মধ্যে অন্যতম উত্তরপ্রদেশ। সেখানকার শীর্ষ আদালত এলাহাবাদ হাইকোর্ট এ রায় দেন। পরে আদালতের ওয়েবসাইটে তা প্রকাশ করা হয়েছে।
আদালত বলেন, হাসপাতালে অক্সিজেন সরবরাহ না করার কারণে কোভিড-১৯ রোগীদের মৃত্যু অপরাধমূলক কাজ এবং তরল মেডিকেল অক্সিজেনের ক্রমাগত সংগ্রহ ও সরবরাহের শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব যাদের ওপর অর্পণ করা হয়েছিল তাদের দ্বারা এটি গণহত্যা থেকে কম নয়।
এ সময় উত্তরপ্রদেশ সরকারের সঙ্কট সামাল দেওয়ার কঠোর সমালোচনা করে, রাজ্যের শীর্ষ আদালত অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ এবং অক্সিজেন সিলিন্ডারের জন্য হাহাকার করা দরিদ্র লোকদের হয়রানি করা হচ্ছে এমন কিছু ভিডিও দেখায়। বলেন, রাজ্য সরকারের দাবি একটি পর্যায়ে অক্সিজেনের সরবরাহ রয়েছে। কিন্তু এখানে সেটার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখাচ্ছে।
রাজ্যের মীরাট ও লখনউতে ঘটে যাওয়া দুটি ঘটনার কথাও উল্লেখ করেন আদালত। সেখানে অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু হয়েছিল। এই ঘটনায় তাত্ক্ষণিক প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি মামলা দুটির তদন্তেরও নির্দেশ দিয়েছেন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে রায়ের বিষয়ে এখন অবধি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
