আকাশের ঠিকানায় চলে গেলেন চন্দ্রজয়ী মাইকেল কলিন্স
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:৩৭ পিএম, ২৯ জুলাই,মঙ্গলবার,২০২৫

চন্দ্রাভিযানের নায়ক আমেরিকান মহাকাশচারী মাইকেল কলিন্স মারা গেছেন। ক্যান্সারের সঙ্গে যুদ্ধে হেরে বুধবার যুক্তরাষ্ট্রে নিজ বাড়িতে এই নভোচারীর মৃত্যু হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। খবর এএফপির।
কলিন্সের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে করা এক টুইটে তার পরিবার বলেছে, 'মাইক সব সময় মানবিকতা সহকারে জীবনের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করেছেন। একইভাবে তিনি জীবনের চূড়ান্ত চ্যালেঞ্জও মোকাবিলা করলেন।'
তার কর্ম, বুদ্ধিমত্তা ও অসীম সাহসের মধ্য দিয়ে তাকে স্মরণ করার জন্য অনুরোধ করেছে তার পরিবার। তবে কখন, কোথায় তার মরদেহ সমাহিত করা হবে, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।
১৯৬৯ সালের ২০ জুলাই মার্কিন মহাকাশ সংস্থা নাসার অ্যাপোলো-১১ চন্দ্রযানে করে চাঁদের বুকে অবতরণ করেন মার্কিন নভচারী নিল আর্মস্ট্রং ও বাজ অলড্রিন। ওই অভিযানে কমান্ড মডিউল চালক হিসেবে অংশ নেন মাইকেল কলিন্স। এ তিনজনের মধ্যে আর্মস্ট্রং মারা যান ২০১২ সালে। এখন শুধু বেঁচে আছেন বাজ অলড্রিন।
যুক্তরাষ্ট্রের এই মহাকাশচারীর জন্ম ১৯৩০ সালে ইতালির রোমে। তার বাবা ছিলেন সামরিক অফিসার। রোমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে মিলিটারি অ্যাটাশে হিসেবে চাকরি করতেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা যুক্তরাষ্ট্রে ফিরে আসেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পাইলট থেকে মেজর জেনারেল হয়েছিলেন। চন্দ্রজয়ের পর ভিয়েতনাম যুদ্ধ চলাকালে ১৯৭০ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের আমলে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ব্যাংককের ব্যস্ত বাজারে বন্দুক হামলায় নিহত ৫, হামলাকারীর আত্মহত্যা

গাজায় আন্তর্জাতিক আইনসহ সবই লঙ্ঘন করছে ইসরাইল: অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে ‘বাংলা হিন্দু হোমল্যান্ড’ দাবি : কথিত বাংলাদেশিমুক্ত রাজ্য গড়ার ডাক শুভেন্দু অধিকারী
