করোনা আক্রান্ত হয়ে মোদির চাচির মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৮ এপ্রিল,
বুধবার,২০২১ | আপডেট: ০২:৪৩ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চাচি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। জানা গেছে, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নরমাদাবেন মোদির। গতকাল (২৭ এপ্রিল)মঙ্গলবার আহমেদাবাদের একটি হাসপাতালে নরমাদাবেন মারা যান। ৮০ বছর বয়সী নরমাদাবেন আহমেদাবাদের নিউ রানিপ এলাকায় সন্তানদের সঙ্গে বসবাস করতেন।
প্রধানমন্ত্রীর ছোট ভাই প্রহ্লাদ মোদি বলেন, আমাদের কাকিমা নর্মদাবেন ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হন। করোনার কারণে তার শারীরিক পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকে। আজ তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নর্মদাবেন মোদির মৃত্যুতে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, নরেন্দ্র মোদির বাবা দামোদরদাসের ছোট ভাই জগজীবনদাসের স্ত্রী ছিলেন নরমাদাবেন। অনেক আগে মারা গেছেন জগজীবনদাস।
দেশটির স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন। মৃত্যু হয়েছে দুই হাজার ৭৭১ জনের। এই নিয়ে এখন পর্যন্ত দেশটিতে এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৯৭ হাজার ৮৯৪ জনে। সক্রিয় রোগীর সংখ্যা ২৮ লাখ ৮২ হাজার ২০৪ জন। এ পর্যন্ত মোট সুস্থতার সংখ্যা এক কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ২০৯ জন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
