avertisements 2

‘ভারতকে অক্সিজেন দিয়ে সাহায্য করুন’, ইমরান সরকারকে অনুরোধ পাক জনগণের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ এপ্রিল,সোমবার,২০২১ | আপডেট: ০৩:২৪ এএম, ১১ জানুয়ারী,রবিবার,২০২৬

Text

ভারতে করোনা পরিস্থিতি বেশ ভয়াবহ। পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে। অক্সিজেন না পেয়ে ইতোমধ্যেই মারা গেছেন বহু লোক। হাসপাতালগুলোতে চলছে অক্সিজেনের তীব্র সংকট। অক্সিজেন নিয়ে এ সংকট গড়িয়েছে হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট পর্যন্ত।

এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চান পাকিস্তানের জনগণ। ভারতকে অক্সিজেনের জোগান দিতে ইচ্ছুক তারা। অনেকেই ভারতকে অক্সিজেন সরবরাহের অনুরোধ জানিয়ে পাকিস্তানের সরকারকে উদ্দেশ করে টুইট করছেন।

এর পাশাপাশি অন্যান্য জরুরি সরঞ্জাম পাঠানোর অনুরোধও করা হয়েছে। অনেকেই টুইটারে সরাসরি লিখেছেন, এই সময় রাজনৈতিক বিরোধ সরিয়ে পরখে ভারতকে সাহায্য করা উচিত পাকিস্তানের।

অনেকে আবার লিখেছেন, ‘ভারত তুমি সেরে ওঠো। পাকিস্তান তোমার সঙ্গে আছে। আমরা একসঙ্গে করোনার মোকাবিলা করব।’ খবর ইন্ডিয়া টুডে’র। অক্সিজেনের সংকট এই মুহূর্তে ভারতে প্রধান সমস্যা। শনিবার সকালে খবর পাওয়া গিয়েছে, শুধুমাত্র অক্সিজেনের

অভাবে দিল্লির একটি হাসপাতালে ২৫ রোগীর মৃত্যু হয়েছে। আরও অক্সিজেন মজুত করা না গেলে আরো প্রাণহানির শঙ্কা রয়েছে। দিল্লিতে করোনার লাগামছাড়া সংক্রমণ। রাজধানীর স্বাস্থ্য পরিকাঠামো পুরোপুরি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেডের সংখ্যা তলানিতে। বহু হাসপাতালে বেড না পেয়ে নাজেহাল রোগী ও তাদের পরিবার। হাসপাতালের বাইরে শুয়েই দিন কাটাতে বাধ্য হচ্ছেন বহু সংকটনজনক রোগী। পাঞ্জাবের একটি হাসপাতালেও অক্সিজেনের অভাবে ৬ রোগীর মৃত্যু হয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2