বাড়ছে আক্রান্ত, ২৮ লাখ ছুঁই ছুঁই মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:৩৫ পিএম, ২৮ মার্চ,রবিবার,২০২১ | আপডেট: ১১:৫১ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
বিশ্বব্যাপী নতুন করে বাড়তে শুরু করেছে মহামারি করোনাভাইরাসে শনাক্ত ও মৃত্যু। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত ২৭ লাখ ৬৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। অন্যদিকে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬০ লাখের বেশি মানুষ। সুস্থ হয়েছেন ১০ কোটি ১৭ লাখেরও বেশি মানুষ।
শুক্রবার (২৬ মার্চ) জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।
জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টারের বেলা সাড়ে ১১টার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৬০ লাখ ৬৮ হাজার ৮৮৭ জন এবং মারা গেছেন ২৭ লাখ ৬৭ হাজার ৩৭৬ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১০ কোটি ১৭ লাখ ৩৫ হাজার ৭১৭ জন।
করোনাভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত হয়েছেন তিন কোটি সাত লাখ ৭৪ হাজার ৩৩ জন এবং মারা গেছেন পাঁচ লাখ ৫৯ হাজার ৭৪৪ জন।
যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণ দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ২৩ লাখ ২০ হাজার ১৬৯ জন, মারা গেছেন তিন লাখ তিন হাজার ৪৬২ জন। সুস্থ হয়েছেন এক কোটি সাত লাখ ৭২ হাজার ৫৪৯ জন।
সংক্রমণের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর দিক থেকে চতুর্থতে থাকা ভারতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৫৩৪ জন, মারা গেছেন এক লাখ ৬০ হাজার ৬৯২ জন এবং সুস্থ হয়েছেন এক কোটি ১২ লাখ ৩১ হাজার ৬৫০ জন।
মৃত্যুর সংখ্যার দিক থেকে তৃতীয়তে রয়েছে মেক্সিকো। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত এক লাখ ৯৯ হাজার ৬২৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২২ লাখ আট হাজার ৭৫৫ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ১৭ লাখ ৪৮ হাজার ৩১৭ জন।