রমজান উপলক্ষে পাকিস্তানে চালের কেজি ৫ টাকা, তেল সাড়ে ১২ টাকা!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৫৮ পিএম, ১২ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০৯:১২ পিএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

পবিত্র মাহে রমজান উপলক্ষে অবিশ্বাস্যরকম ভতুর্কি সুবিধা দিয়ে খাবার পণ্য বিক্রি করবে পাকিস্তান। গত বুধবার (১০ মার্চ) ইমরান খানের দেশ পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজ দিয়েছে এ খবর।
রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে ১৯টি নিত্যপণ্যের একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটি। সরকারি ইউটিলিটি স্টোরের মাধ্যমে পণ্য প্যাকেট বিক্রি করা হবে। ঘোষিত রমজান প্যাকেজে রয়েছে ২ কেজি আটা, ১ কেজি চিনি, বাসমতি চাল, তেল, দুধ, চাপাতি, পানিয়, খেজুর, ঘি ও অন্যান্য সামগ্রী। যাতে পাকিস্তানি সরকার ভর্তুকি দেবে বাংলাদেশি টাকার প্রায় ৩৫০ কোটি টাকা।
নিত্যপণ্যগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে, বাসমতি চাল প্রতিকেজি বাংলাদেশি টাকায় পাঁচ টাকা (১০রুপি), দেড়লিটার ভোজ্য তেলের মূল্য ধরা হয়েছে সাড়ে ১২ টাকা, ৮০০ মিলিলিটার সরবতের মূল্য রাখা হয়েছে ১০ টাকা, চাপাতি ৫০০ গ্রামের মূল্য ২৫ টাকা, ১ লিটার দুধের দাম ১০ টাকা, ১ কেজি চিনির মূল্য ধরা হয়েছে ৩৪ টাকা। ২০ কেজি আটার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ঘির কেজি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

যুদ্ধবিমান হারানোর দায় রাজনৈতিক নেতৃত্বের: ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন

এখন সময় নতুন রাজনৈতিক দল গঠনের: ইলন মাস্ক

সিন্ধু পানি চুক্তি নিয়ে হেগের রায়, যা বলছে ভারত ও পাকিস্তান

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির বৈঠক
