স্কুলের হোস্টেলে একসঙ্গে ২২৯ জন করোনা আক্রান্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারী,রবিবার,২০২১ | আপডেট: ০৩:২৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভারতের মহারাষ্ট্র প্রদেশের একটি স্কুলের হোস্টেলে একসঙ্গে ২২৯ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২২৫ জন শিক্ষার্থী এবং চারজন শিক্ষক রয়েছেন। সংক্রমিতদের মধ্যে অধিকাংশই অমরাবতী থেকে এসেছিলেন।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, ওয়াসিম জেলার ওই হোস্টেলে গত সপ্তাহে ২৬ ছাত্রকে করোনা পজিটিভ অবস্থায় পাওয়া যায়। তারপর সকল শিক্ষার্থীদের করোনা পরীক্ষা করা হয়। ওই হোস্টেলকে ইতোমধ্যে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।
রাজ্য স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ হাজার ৮০৭ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এছাড়া একই সময়ে মারা যান ৮০ জন। এখন পর্যন্ত এই রাজ্যে মোট ২১ লাখ ২১ হাজার ১১৯ জনের করোনা শনাক্ত হয়।
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার ৩০৮ জন। আর মৃতের সংখ্যা পার হয়েছে ২৫ লাখ ১৯ হাজার।
যার মধ্যে ভারতেই মৃত্যু হয়েছে এক লাখ ৫৬ হাজার ৮৬১ জনের। একই সঙ্গে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন এক কোটি ১০ লাখ ৬৩ হাজার ৪৯১ জন।