ভারতে ফরাসি নারী আটক পবিত্র স্থানে নগ্ন ভিডিওর অভিযোগে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০:৩২ এএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১১:৪১ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ভারতে হিন্দুদের পবিত্র স্থানে নগ্ন ভিডিও তৈরির অভিযোগে ফরাসি এক নারীকে আটক করা হয়েছে। উত্তরখণ্ডে গঙ্গা নদীর ওপর ‘লক্ষ্মণ ঝুলা’ নামে হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র একটি সেতুর ওপর তৈরি করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছিল।
এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার ফরাসি ওই নারীকে গ্রেপ্তার করে এবং পরে তাকে জামিনে ছেড়ে দেয়। কিন্তু তদন্তের অংশ হিসেবে ওই নারীর মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে।খবর এনডিটিভির।
এ ঘটনার জন্য ক্ষমা চাইলেও সম্পূর্ণ নগ্ন হওয়ার কথা অস্বীকার করেন ওই নারী। তিনি দাবি করেছেন, যৌন হয়রানির বিষয়ে সবার মনোযোগ আকর্ষণ করতেই এ ভিডিও তৈরি করেছেন।
পুলিশ জানায়, সেতুতে নিজের নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর মেরি হেলেন নামের ২৭ বছর বয়সী ওই নারীকে ইন্টারনেট আইনের আওতায় অভিযোগের মুখোমুখি করা হয়েছে।
ফরাসি ওই নারী নিজের গহনার ব্যবসার প্রচারের জন্য ভিডিওটি বানিয়েছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। অবশ্য জামিনে মুক্তি পেলেও দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে।