আমার দেশ সংকটে আছে: ডব্লিউএইচও প্রধান টেড্রোস আডানোম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৫:৫২ পিএম, ৩০ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৯:৪০ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) এর প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস তার নিজ দেশ ইথিওপিয়াতে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বলেছেন, ২০২০ সাল তার জন্য খুব কষ্টের। কারণ, কোভিড-১৯ মহামারির পাশাপাশি নিজ দেশের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে ব্যথিত তিনি। সোমবার (২৮ ডিসেম্বর) জাতিসংঘের এ স্বাস্থ্য সংস্থার বছরের শেষ সংবাদ সম্মেলনে ‘ব্যক্তিগত বেদনার’ কথা এভাবে উপস্থাপন করেন গেব্রিয়াসিস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
মেকেল্লেতে অবস্থিত উত্তরাঞ্চলীয় সামরিক বাহিনীর সদর দফতরে হামলার অভিযোগ এনে গত ৪ নভেম্বর টিপিএলএফ’র বিরুদ্ধে অভিযানের ঘোষণা দেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ। এরপর ইথিওপিয়ার সরকারি বাহিনী ও স্বাধীনতাকামী টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) মধ্যে লড়াই শুরু হয়। ইতোমধ্যে এই লড়াইয়ে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া অঞ্চলটি থেকে পালিয়ে প্রতিবেশী দেশ সুদানে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে প্রায় ৪৪ হাজার হাজার মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিসের জন্মস্থান টাইগ্রে। সোমবার সংবাদ সম্মেলনে তিনি জানান, সংঘাত কবলিত ওই এলাকায় তার ছোট ভাইসহ অনেক আত্মীয়-স্বজন থাকেন। ‘আমি জানি না তারা কোথায় আছে। তাদের সঙ্গে যোগাযোগ করছে পারছি না, কারণ যোগাযোগের কোনও ব্যবস্থা সেখানে নেই।’ বলেন গেব্রিয়াসিস।
উল্লেখ্য, টাইগ্রেসহ সংঘাত কবলিত অঞ্চলে সংবাদমাধ্যমকর্মীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে রেখেছে ইথিওপিয়া। কেন্দ্রীয় ও আঞ্চলিক বাহিনীগুলোর মধ্যে সংঘাত বাড়তে থাকায় ছয় সপ্তাহ ধরে অঞ্চলটিকে যোগাযোগবিচ্ছিন্ন করে রাখা হয়েছে।
গত এক বছর ধরে বৈশ্বিকভাবে করোনা মহামারি মোকাবিলা প্রচেষ্টায় সামনের সারিতে থেকে সমন্বয়ের কাজ করে যাচ্ছেন গেব্রিয়াসিস। তিনি বলেন, ‘শুধু কোভিডই নয়, আমরা ব্যক্তিগত যন্ত্রণাও আছে। গোটা দেশের জন্য আমার চিন্তা হচ্ছে। শুধু ছোট ভাই আর আত্মীয়দের নিয়েই যে চিন্তা করছি তা নয়। পরিস্থিতি ভয়াবহতার দিকে যাচ্ছে।’
২০০৫-২০১২ সাল পর্যন্ত ইথিওপিয়াতে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন গেব্রিয়াসিস।গত মাসে ইথিওপিয়ার সরকার অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান আঞ্চলিক নেতাদের জন্য লবিং করছেন এবং তাদের জন্য অস্ত্র চাইছেন। গেব্রিয়াসিস এক টুইটে সে অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, ছেলেবেলা থেকেই যুদ্ধের ধ্বংসাত্মক রূপ দেখেছেন তিনি। আর সে অভিজ্ঞতা কাজে লাগিয়েই শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
‘এ পরিস্থিতিতে আমি কারও পক্ষ নিচ্ছি বলে যে অভিযোগ উঠেছে তা সত্য নয়। আমি জানিয়ে দিতে চাই যে শুধু একটি পক্ষেই আছি। আর তাহলো শান্তির পক্ষে।’