গিরগিটির মতো নানা রূপ নিচ্ছে করোনার নতুন সংস্করণ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৩৯ পিএম, ২৩ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০৮:৫৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
যুক্তরাজ্যে নতুন মাত্রা পাওয়া করোনাভাইরাস নিয়ে শঙ্কা এখনো কাটেনি জার্মানিসহ পুরো ইউরোপে। বিশেষ করে শিশুরাও নতুন ধরণের এই ভাইরাসের শিকার হতে পারে এমনটাই ধারণা চিকিৎসা বিজ্ঞানীদের। তবে নতুন প্রকৃতির এই ভাইরাস সম্পর্কে জানতে আরো তথ্যের প্রয়োজন বলছেন ভাইরোলজিস্ট বা ভাইরাস বিশেষজ্ঞরা।
গিরগিটির মতো নানা রূপ নিতে পারা অসীম সংক্রমণ ক্ষমতার অধিকারী করোনার নতুন সংস্করণ নিয়ে শংকিত পুরো বিশ্ব। তবে এতদিনের কোভিড নাইন্টিন শিশুদের ক্ষেত্রে কিছুটা সমীহ দেখালেও যুক্তরাজ্যে নতুন মোড়কে আবরণ নেয়া করোনা শিশুদের জন্য হয়ে উঠতে পারে প্রাণসংহারী। এমন ভয়াবহ খবরে শঙ্কিত জার্মানরাও।
স্থানীয় একজন বলেন, ভাইরাসের নতুন গতি প্রকৃতির কথা শুনে ভয় আর আতংক দুটোই বাড়ছে। তাই এই মুহূর্ত থেকে বাচ্চাদের খেলা ধুলার স্থানগুলোতে বেশী ছেড়ে দেয়া যাবেনা। আবার সারাদিন ঘরে বন্দী করেও রাখা যাবেনা। সেই সাথে বলব শুধু শিশু নয় প্রবীণদের কথাও আমাদের মনে রাখতে হবে। প্রয়োজনে তাদের পাশে দাঁড়াতে এবং সম্ভব হলে বাজার সদাইও করে দিতে হবে।
এদিকে ইংল্যান্ড, নর্থ আয়ারল্যান্ড ও সাউথ আফ্রিকা থেকে নতুন ধরণের এই করোনা ভাইরাস যাতে দেশে সংক্রমিত হতে না পারে সেজন্য বাংলাদেশের জনগণকেও সতর্ক থাকার পরামর্শ সাধারণ জার্মানদের।
স্থানীয় আরেকজন বলেন, করোনা থেকে বাঁচতে বিভিন্ন বিধিনিয়ম আমরা পালন করছি। তবে যুক্তরাজ্যে নতুন রূপ ধারণ করা ভয়ানক করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে বাংলাদেশের অসুস্থ, প্রবীণ ও শিশুদের বিশেষ যত্নে অবহেলা করা যাবেনা।
অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ইতালি, বেলজিয়াম ও নেদারল্যান্ডস এর পর এবার আইসল্যান্ডেও ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। সেই সাথে ইউরো টানেলে যুক্তরাজ্য থেকে মালামাল পরিবহনে কর্মরত চালকদের করোনা টেস্ট করার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জার্মানিসহ ইউরোপীয় ইউনিয়ন।