নেতানিয়াহুর স্ত্রীর সারার বিরুদ্ধে তদন্ত করছে ইসরায়েলের পুলিশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ ফেব্রুয়ারী,সোমবার,২০২৫ | আপডেট: ১১:৫৪ এএম, ৫ ফেব্রুয়ারী,
বুধবার,২০২৫
বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু (মাঝে)। ছবি : এএফপি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ। রবিবার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এ তথ্য।
রাজ্য অ্যাটর্নি অফিস জানিয়েছে, সারা নেতানিয়াহু একজন সাক্ষীকে ভয় দেখানোর এবং তার স্বামী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় হস্তক্ষেপ করার অভিযোগে গত মাসে পুলিশ তার বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু করেছে। এ তথ্য নিশ্চিত করে গত ২৬ ডিসেম্বর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের সদস্য ও দেশটির বিরোধীদলীয় নেত্রী নামা লাজিমিকে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর।
বামপন্থী ডেমোক্র্যাট দলের নামা লাজিমির অভিযোগ সম্পর্কে তথ্যের জন্য অনুরোধের পর রাজ্য অ্যাটর্নি অফিস তাকে এ তথ্য জানিয়েছে।
সারার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন করেছেন এবং অ্যাটর্নি জেনারেলসহ তার দপ্তরের কর্মকর্তাদের হয়রানি করতে বিক্ষোভ আয়োজন করেছেন। ঘুষগ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে।
২০২০ সালে শুরু হওয়া মামলাগুলোর এখনো কোনো সমাধান হয়নি।
ইসরায়েল পুলিশ এবং রাজ্য অ্যাটর্নি অফিসের সাইবার অপরাধ বিভাগ এই তদন্ত পরিচালনা করছে।
মামলায় নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়েই আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিয়নেয়ারের কাছ থেকে দুই লাখ ৬০ হাজার ডলার সমমূল্যের সিগার, অলঙ্কার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেনজামিন ও সারা নেতানিয়াহু।
সূত্র : টাইমস অব ইসরায়েল, এএফপি