আফগানিস্তানে আত্মঘাতি বিস্ফোরণ, শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ১২:১২ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আত্মঘাতি বোমা হামলায় নিহত আফগানিস্তানের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি। ফাইল ছবি
আফগানিস্তানের রাজধানী কাবুলে মন্ত্রণালয়ের কার্যালয়ে আত্মঘাতি বোমা হামলা হয়েছে। এই হামলায় দেশটির শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। একইসঙ্গে আরও কয়েকজন নিহত হয়েছেন। সরকারি সূত্রের বরাতে খবর এএফপির।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, ‘দুঃখজনকভাবে শরণার্থীবিষয়ক মন্ত্রণালয়ে এক বিস্ফোরণে মন্ত্রী তার কয়েকজন সহকর্মীসহ শহীদ হয়েছেন।’ তিনি আরও জানান এটি ছিল আত্মঘাতি বিস্ফোরণ।
আফগানিস্তানে দুই যুগের তালেবান বিদ্রোহের সময় দেশটিতে বেশকিছু ভয়াবহ আক্রমণের জন্য দায়ী হাক্কানি গ্রুপের প্রতিষ্ঠাতা জালালুদ্দিন হাক্কানির ভাই ছিলেন খলিল উর-রহমান হাক্কানি। খলিলুর রহমানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি ছিল এবং তাকে কখনোই অটোমেটিক আগ্নেয়াস্ত্র ছাড়া দেখা যেত না। এ ছাড়া তিনি বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির চাচা। তালেবান কর্তৃপক্ষের মধ্যে হাক্কানিরা ক্ষমতার দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন বলে জানা গেছে।
এর আগে তালেবানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা হামলায় নিহত হয়েছেন, যাদের মধ্যে আছে—প্রাদেশিক গভর্নর, কমান্ডার ও ধর্মীয় নেতারা। আর এসব হামলার বেশিরভাগই ছিল ইসলামিক স্টেটের, যা তারা স্বীকারও করেছে।