ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ভারতে ছিলেন: নিউজিল্যান্ড পুলিশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩:০৯ পিএম, ৯ ডিসেম্বর,
বুধবার,২০২০ | আপডেট: ০১:১৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন টেরেন্ট ভারতে ছিলেন বলে জানিয়েছে নিউজিল্যান্ড পুলিশ। টেরেন্ট সম্পর্কে তথ্য অনুসন্ধানে নেমে তারা জানতে পারেন, অস্ট্রেলিয়ার বাসিন্দা টেরেন্ট তিন মাস ভারতে ছিলেন।
গত বছরের ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ হামলা চালান টেরেন্ট। সেখানে পাঁচ ভারতীয়সহ মোট ৫১ জন সেই হামলায় প্রাণ হারিয়েছিলেন। সেই হামলার ফেসবুক লাইভ করেছিলেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট দল সেই সময় নিউজিল্যান্ডে সিরিজ খেলতে গিয়েছিল। বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রাও ওই মসজিদে জুমার নামাজ আদায় করতে যাচ্ছিলেন। অল্পের জন্য তারা প্রাণে বেঁচে যান। মসজিদে নামাজ আদায় করতে আসা মুসলিমদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিলেন টেরেন্ট।
পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী টেরেন্ট জিমে প্রশিক্ষক হিসাবে কাজ করতেন। ২০১২ সালে চোট লাগার পর সেই চাকরি তিনি ছেড়ে দেন। তার পর আর তিনি কোনও কাজ করেননি। ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত বিশ্বের বহু দেশে ঘুরে বেড়িয়েছে তিনি
তবে নিউজিল্যান্ড পুলিশের পক্ষে জানানো হয়েছে, কোনও জঙ্গি সংগঠনের সঙ্গে টেরেন্ট যুক্ত ছিলেন না। শুধু মুসলিম সম্প্রদায়ের ওপর ক্ষোভ থেকেই সেই ভয়ানক হামলা চালিয়েছিলেন।