দশে পেরলেই মেয়েদের জন্য স্কুলের দরজা বন্ধ! নির্দেশ তালিবানের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ আগস্ট,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৯:০৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
আফগানিস্তানে মেয়েদের উচ্চশিক্ষায় আগেই নিষেধাজ্ঞা ছিল। এবার নতুন ফরমান জারি হল প্রাথমিক স্তরেও। দশ বছরের বেশি বয়সি মেয়েদের প্রাথমিক স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল তালিবান।
বিবিসি সূত্রে জানা গিয়েছে, আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশে প্রাথমিক স্তরে মেয়েদের শিক্ষাগ্রহণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে তালিবান প্রশাসন। দশ বছরের বেশি বয়সি মেয়েরা সেখানে প্রাথমিক স্কুলে পড়তে পারবে না। অন্যদিকে, গজনী প্রদেশের সমস্ত স্কুলের অধ্যক্ষদের ও স্বল্পমেয়াদী প্রশিক্ষণকেন্দ্রগুলিতে তালিবান শিক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তারা নির্দেশ দিয়েছেন, দশ বছরের ঊর্ধ্বে মেয়েদের প্রাথমিক স্কুলে পড়ার অনুমতি যেন না দেয়া হয়।
প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসেই আফগান কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পড়াশোনার উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সমস্ত সরকারি এবং বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে চিঠি দিয়ে তালিবানের উচ্চশিক্ষামন্ত্রী নেদা মহম্মদ নাদিম বলেছিলেন, পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত মেয়েদের পড়াশোনা স্থগিত রাখতে হবে। এই নিয়ে আন্তর্জাতিক মহলেও যথেষ্ট শোরগোল হয়। তালিবান সূত্রে তখন দাবি করা হয়েছিল, এই ব্যবস্থা সাময়িক। নতুন নিয়মবিধি প্রণয়ন করে ফের পড়াশোনা চালু করা হবে। কিন্তু পরবর্তী সময়ে এখনও পর্যন্ত এই রকম কোনও বিধি কার্যকর করা হয়নি।
উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয় আমেরিকা। তারপর থেকেই তালিবানি শাসন চলছে। তারা শিক্ষা থেকে চাকরি, প্রায় সবক্ষেত্রেই মেয়েদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। মেয়েদের বিউটি পার্লারে প্রবেশ ও কাজও বন্ধ করার জন্য ফরমান জারি করা হয়েছে। এবার প্রাথমিক স্তরে মেয়েদের শিক্ষার অধিকারেও কোপ বসাল তালিবান।