avertisements 2

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রায় ৯ হাজার বেসামরিক মানুষ নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ জুলাই,রবিবার,২০২৩ | আপডেট: ০৯:৩২ এএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

যুদ্ধে সামরিক বাহিনীর সদস্যদের চেয়ে সাধারণ নিরিহ মানুষে বেশি মারা যায়। বিশেষ করে শিশু ও নারীরা এক ক্ষেত্রে সবচেয়ে বেশি অসহায় গয়ে পেড়ে। তাদের আত্মরক্ষাণ সুযোগ কমে যায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ চলাকালীন শত শত নয় লাখ লাখ নিরীহ মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়। বিশেষ করে মধ্যপ্রাচে সিরিয়া, ফিলিস্তিন ও আফগানিস্তান যুদ্ধে কত শত সাধারণ মানুষ মারা গেছে তার কোনো হিসার নেই।

এদিকে এখনো চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এতে এ পর্যন্ত সাধারণ মানুষ মারা গেছেন ৯ হাজারের বেশি। আরও কত মানুষের জীবন কেড়ে নিবে এ যুগ্ধ তা বলা মুশকিল। কারণ যুদ্ধ শেষ হবার কেনো লক্ষণ দেখা যাচ্ছে না। যুদ্ধের কারণে ইউক্রেনে ৫০০ শিশুসহ ৯ হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ। সংস্থাটি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের ৫০০তম দিনে এই সংখ্যা জানিয়েছে।

৫০০ দিন ধরে যুদ্ধ চললেও এখন পর্যন্ত সংঘাত বন্ধের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুক্রবার ইউক্রেনে জাতিসঙ্ঘের মানবাধিকার মনিটরিং মিশন বা এইচআরএমএমইউ এক বিবৃতিতে জানায়, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ৫০০ দিনে ৫০০ শিশুসহ ৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এর আগে জাতিসঙ্ঘের প্রতিনিধিরা বলেছিলেন যে- হতাহতের প্রকৃত সংখ্যা অনেক বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। বিবৃতিতে এইচআরএমএমইউ-এর ডেপুটি হেড নোয়েল ক্যালহাউন বলেন, 'আজ আমরা যুদ্ধের আরেকটি ভয়ঙ্কর মাইলফলক পার করছি, ক্রমান্বয়ে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।' চলতি বছর দৈনিক হতাহতের সংখ্যা ২০২২ সালের তুলনায় গড়ে কম হলেও সংখ্যাটি মে ও জুন মাসে আবার বাড়তে শুরু করেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2