avertisements 2

মোদির আমন্ত্রণে রাজি শাহবাজ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ০৯:২৯ পিএম, ১৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ ফেরাতে পারলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে যে আগামী ৪ জুলাই সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোর রাষ্ট্রনেতাদের যে বৈঠকে হতে চলেছে, তাতে যোগ দেবেন শরিফ। তবে মুখোমুখি সেই হাইপ্রোফাইল বৈঠক হচ্ছে না। বরং ভার্চুয়ালি বৈঠকের আয়োজন করেছে ভারত। তাই ভার্চুয়াল মাধ্যমেই ওই বৈঠকে যোগ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

ওই প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে জানানো হয়েছে, বর্তমানে চেয়ারপার্সন হিসেবে এসসিওয়ের বৈঠকে যোগ দেয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী। এ বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। এসসিও সদস্যভুক্ত দেশগুলো কিভাবে এগিয়ে যাবে, সেই বিষয়টিও আলোচনায় উঠে আসবে। সেইসাথে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বিশেষভাবে ইরানের নাম উল্লেখ করা হয়েছে। ওই বিবৃতিতে জানানো হয়েছে, এসসিওয়ের নয়া সদস্য হিসেবে ইরানকে স্বাগত জানাতে মুখিয়ে আছে ইসলামাবাদ।

কিন্তু এবার ভার্চুয়ালি কেন বৈঠক হচ্ছে?
করোনাভাইরাস পরিস্থিতি কেটে গেলেও কেন ভার্চুয়ালি সেই বৈঠক হচ্ছে, তা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছে ভারত। চলতি মাসের গোড়ার দিকে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, 'আপনারা জানেন যে গত কয়েক বছরে ভার্চুয়ালি হয়েছে একাধিক আন্তর্জাতিক বৈঠক। একাধিক বিষয় বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভার্চুয়ালি এসসিও বৈঠকের আয়োজন করা হবে। সেটাই সবচেয়ে ভালো হবে। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের জন্য ভার্চুয়ালি এসসিও বৈঠকের আয়োজন করা হচ্ছে না।' তিনি আরো বলেন, ‘সাফল্যের সাথে সেই বৈঠক আয়োজনের জন্য প্রস্তুতি চলছে। আমরা আত্মবিশ্বাসী যে ওই বৈঠক ফলপ্রসূ হবে এবং সাফল্য লাভ করবে।’

উল্লেখ্য, ২০০১ সালে সাংহাই একটি বৈঠকে এসসিও গঠন করে রাশিয়া, চীন, কিরগিজ রিপাবলিক, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেজিস্তান। ২০১৭ সালে ওই গ্রুপের স্থায়ী সদস্য হয়েছে ভারত ও পাকিস্তান। গত বছর ১৬ সেপ্টেম্বর সমরখন্দ থেকে এসসিওয়ের সভাপতিত্ব করছে ভারত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2