ইউক্রেন যুদ্ধে পোপ কি রাশিয়ার পক্ষ নিলেন?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মার্চ,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৪৭ পিএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। যুদ্ধের এক বছর পেরিয়ে গেলেও কোনো সমাধানে আসতে পারেনি কোনো পক্ষই। এ যুদ্ধের জন্য পশ্চিমারা ও তাদের গণমাধ্যম রাশিয়াকে তুলেধুনো করছে।
তবে পশ্চিমা দেশগুলোর মতো যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করতে নারাজ পোপ ফ্রান্সিস। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেন যুদ্ধের জন্য এককভাবে রাশিয়াকে দায়ী করা যাবে না। বরং এর পেছনে চালিকা শক্তি হিসেবে কাজ করছে বেশ কয়েকটি সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থ।
ইয়েনি শাফাকের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইতালীয় সুইস টেলিভিশন আরএসআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেছেন পোপ ফ্রান্সিস। রোববার সম্প্রচারিত সাক্ষাৎকারের গুরুত্বপূর্ণ উদ্ধৃতিগুলো প্রকাশ করেছে ভ্যাটিকান বার্তা সংস্থা।
প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে ৮৬ বছর বয়সি খ্রিস্টীয় ধর্মগুরু পোপ বলেছেন, শান্তির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুত আছেন তিনি।
তিনি বলেন, ‘পুতিন জানেন, আমি আছি কিন্তু সেখানে সাম্রাজ্যবাদী স্বার্থ আছে। শুধু রুশ সাম্রাজ্যের বিষয় নয়, অন্যান্য সাম্রাজ্যের স্বার্থও আছে। সাম্রাজ্যের আদর্শ হলো জাতিকে দ্বিতীয় স্থানে রাখা।’
পোপ যুক্তি দিয়ে বলেন যে, অস্ত্রশিল্পগুলো হলো যুদ্ধের অন্যতম প্রধান সুবিধাভোগী। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘যদি এক বছরের জন্য অস্ত্র উৎপাদন করা না হয়, তাহলে বিশ্বে ক্ষুধার সমস্যা মিটে যেত। এটি একটি বাজার। যুদ্ধ লাগানো হয়, পুরোনো অস্ত্র বিক্রি হয়, নতুন অস্ত্রের পরীক্ষা চলে।’