avertisements 2

জেলা জজের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান

ব্রাহ্মণবাড়িয়ার ২১ আইনজীবীকে হাইকোর্টে তলব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০৭:৩৮ এএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে বিচারকাজ বিঘ্নের অভিযোগে জেলা আইনজীবী সমিতির সম্পাদকসহ ২১ আইনজীবীকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৩ জানুয়ারি তাদের আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেয়। এছাড়া সংশ্লিষ্ট আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে আদালত। আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এর আগে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে বার সভাপতিসহ তিন আইনজীবীকে গত ৫ জানুয়ারি তলব করে হাইকোর্ট। আগামী ১৭ জানুয়ারি তাদের আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গত ৫ ও ৮ জানুয়ারি এজলাস চলাকালে কয়েক জন আইনজীবী ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ শারমিন নিগারের বিরুদ্ধে অশ্লীল ও কুরুচিপূর্ণ স্লোগান দেন। এতে বিচারকাজ বিঘ্নিত হয়েছে উল্লেখ করে প্রতিকার চেয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর চিঠি পাঠানো হয়। এরপর বিষয়টি প্রধান বিচারপতির কাছে উপস্থাপন করেন রেজিস্ট্রার জেনারেল। প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে পাঠান। এর পরই হাইকোর্ট ২১ আইনজীবীকে তলবের আদেশ দিল।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2