avertisements 2

ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসান গ্রেফতার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ নভেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০৫:৫১ এএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

ফাইল ছবি

দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও  এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসানকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (১ নভেম্বর) রাতে গুলশান -২ অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম দায়েরকৃত প্রতারণার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। খিলক্ষেত থানার মামলা নং- ১৪ তাং-১০-০১-২২।

ওই মামলার এজাহারে এরতেজা ছাড়াও আসামি আরও ৩জন। আবু ইউসুফ আব্দুল্লাহ, রিয়াজুল আলম ও সেলিম মুন্সী। আজকে এরতেজাকে এবং আগে এজাহারনামীয় ২ জনকে গ্রেফতার করা হয়েছিল।

কাজী এরতেজা হাসানের বিরুদ্ধে জাল-জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত মামলা রয়েছে। আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের ভাই সাইফুল ইসলাম রাজধানীর খিলক্ষেত থানায় এ মামলা করেন। মামলাটি চলতি বছরের ১০ জানুয়ারি করা হয়েছিল। জালিয়াতি ও প্রতারণা মামলায় পিবিআই তাকে গ্রেফতার করেছে। বাকিদের ধরতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। ড. এরতেজাকে গ্রেফতারের পর ধানমন্ডিতে নেওয়া হয়েছে। পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিআইপি মর্যাদার অধিকারী ড. কাজী এরতেজা হাসান সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক উপ কমিটির সদস্য হিসেবেও তার নাম আছে। তিনি ভোরের পাতা ও দ্য পিপলস টাইম নামে দুটি গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই পরিচালক হিসেবে দায়িত্বরত আছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2