আদালত চত্বর থেকে হাতকড়ার লক ভেঙে পালালো আসামি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৫২ পিএম, ১৬ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৫
চুয়াডাঙ্গা জেলা জজ আদালত চত্বর থেকে কৌশলে হাতকড়া ভেঙে আজিজুল শেখ নামে এক আসামি পালিয়েছেন। রোববার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রিজনভ্যান থেকে নামিয়ে কোর্ট কাস্টডিতে নেওয়ার সময় কৌশলে পালিয়ে যায় সে। তাকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে জেলা পুলিশের একাধিক দল।
আসামির নাম আজিজুল হক (৩৫)। তিনি গোপালগঞ্জ জেলার মকছেদপুর থানার ফজল শেখের ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালে চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে জেলা কারাগার থেকে প্রিজনভ্যানে আজিজুলসহ কয়েকজনকে আদালতে নিয়ে আসা হয়। এ সময় প্রিজনভ্যান থেকে কোর্ট পুলিশের কাস্টডিতে নেওয়ার সময় হাতকড়া ভেঙে পালিয়ে যায় আজিজুল হক। অনেক খুঁজেও তাকে আর পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, কোর্ট চত্বর থেকে হাতকড়া ভেঙে আজিজুল হক নামে এক আসামি পালিয়েছে। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়। তিনি ২০১৬ সালের দামুড়হুদা মডেল থানায় একটি ডাকাতি মামলার আসামি। ইতোমধ্যে জেলা পুলিশের একাধিক দল তাকে ধরতে অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যে অবহেলা ছিল কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তারপর ব্যবস্থা নেওয়া হবে।’