avertisements 2

২৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ অক্টোবর,রবিবার,২০২২ | আপডেট: ০২:০৪ এএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫

Text

ছবি সংগৃহীত 

২৪ বছর পলাতক থাকার পর বন্ধুকে এসিড নিক্ষেপের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে আটক করেছে র‍্যাব। তার নাম কামাল হোসেন। শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, ‘গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‍্যাব জানতে পারে, এসিড নিক্ষেপের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল চাঁদপুরজেলার শাহরাস্থি এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৪ বছর পর তাকে আটক করতে সমর্থ হয় র‍্যাব। 


র‍্যাব সূত্র অনুযায়ী, ঘটনার শিকার হাফেজ মোহাম্মদ জাকারিয়া কোরআনের হাফেজ ছিলেন। তিনি পড়ালেখার পাশাপাশি একটি ফ্রিজ মেরামতের দোকানে কাজ শুরু করেন। সেই দোকানে কাজ করতেন আসামি কামালও। দোকানের মালিক ও স্থানীয়রা ভুক্তভোগী জাকারিয়াকে বেশি পছন্দ করতেন। এ ব্যাপারটি নিয়ে আসামি কামালের মধ্যে ঈর্ষা কাজ করতো। 

কেবল ঈর্ষাবশত ১৯৯৮ সালের ১৭ সেপ্টেম্বর কামাল জাকারিয়াকে জরুরি কথা আছে বলে দোকানে আসতে বলে। জাকারিয়া এলে তার শরীরে এসিড ঢেলে দেয়। পরবর্তীতে দীর্ঘদিন চিকিৎসার পর জাকারিয়া মোটামুটি সুস্থ্ হয়ে সৌদি আরব চলে যায়।

এ  ঘটনায় জাকারিয়ার বাবা মোহাম্মদ ইউনুস মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর  থেকে পলাতক ছিল কামাল। যে কারণে পুলিশ তাকে গ্রেফতারে অনেকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়।

দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরে আদালত আসামি মো. কামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে। এরপর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে জানতে পেরে র‍্যাব ঘটনার ২৪ বছর পর আসামি কামালকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2