avertisements 2

মাদককান্ডে কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে বিভাগীয় মামলা 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ আগস্ট,মঙ্গলবার,২০২২ | আপডেট: ১০:৫৯ পিএম, ২১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৫

Text

নিষিদ্ধ মাদক মারিজুয়ানাকাণ্ডে ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে প্রত্যাহার হওয়া বাংলাদেশি কূটনীতিক কাজী আনারকলির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে সরকারি তদন্ত কমিটি। তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন অনুবিভাগ।

মঙ্গলবার (১৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাইয়ের প্রথম সপ্তাহে দক্ষিণ জাকার্তায় আনারকলির অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ইন্দোনেশিয়া সরকারের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বাসায় ‘বিপুল পরিমাণ মারিজুয়ানা রাখার’ অভিযোগে তাকে আটক করা হলেও ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনৈতিক দায়মুক্তির কারণে তাকে ছেড়ে দেয়া হয়।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেছিলেন, ইন্দোনেশিয়া সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে আনারকলিকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে তার বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সচিব মাশফি বিনতে শামসকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গত ৩ আগস্ট থেকে ওই কমিটি তদন্ত শুরু করে।

কাজী আনারকলি পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। জানা গেছে, একজন নাইজেরিয়ান নাগরিকের সঙ্গে যৌথভাবে ওই বাসায় থাকতেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2