লঞ্চের কেবিনে ‘জ্বীনের বাদশার’ লাশ, সাবেক স্ত্রী গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ আগস্ট,
বুধবার,২০২২ | আপডেট: ০৬:২১ এএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

ছবি : সংগৃহীত
ঢাকা থেকে ভোলাগামী লঞ্চে কথিত ‘জীনের বাদশা’ জাকির হোসেনের খুনের ঘটনায় তার সাবেক দ্বিতীয় স্ত্রীকে গ্রেপ্তার করেছে পিবিআই।
বুধবার (৩ আগস্ট) দুপুরে ধানমন্ডিস্থ পিবিআই হেডকোয়ার্টার্সে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানান, ঢাকা জেলা পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ খোরশেদ আলম।
তিনি জানান, গ্রেপ্তারকৃতের নাম আরজু আক্তার। সে খুন হওয়া কথিত ‘জীনের বাদশা’ জাকির হোসেন বাচ্চুর দ্বিতীয় স্ত্রী।
পিবিআই বলছে, জীনের বাদশার নামে প্রতারণার নানা কার্যক্রমের সময় আরজু আক্তারের সঙ্গে পরিচয়ের কিছুদিন পরে তারা বিয়ে করেনে। বিয়ের কয়েকমাস পরে জাকির হোসেনের পরকীয়াসহ নানা বিষয়ে বিচ্ছেদ হয় তাদের। এরপর জাকিরকে শিক্ষা দিতেই তাকে খুন করে আরজু।
তাদের দাবি, কৌশলে দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে হাত পা বেঁধে ওড়না প্যাঁচিয়ে হত্যা করা হয় জাকিরকে। পরে তার মরদেহ কেবিনের খাটের নিচে লুকিয়ে রেখে পালিয়ে যায় আরজু। পরে নানা অভিযান শেষে ভোলা থেকে ঢাকায় ফেরার পথে তাকে সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে পিবিআই।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেনসহ নারী গ্রেপ্তার

শেখ মুজিবের ‘অসমাপ্ত আত্মজীবনী’ লিখে টাকা-ফ্ল্যাট দেয়ার ঘটনা তদন্ত লিগ্যাল নোটিশ

শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ
